২২ গজে ব্যাট হাতে নয়, এবার গিটার হাতে গান গেয়ে মন জিতলেন জেমিমা রড্রিগেজ

#মেলবোর্ন: দেশের জার্সি গায়ে ব্যস্ততম সূচির ফাঁকে সময় পেলেন অস্ট্রেলিয়ার মহিলা বিগ ব্যাশ লিগে খেলেন ভারতীয় মহিল ক্রিকেটাররা। হরমনপ্রীত কউর থেকে জেমিমা রড্রিগেজরা সাফল্যের সঙ্গে খেলেন অস্ট্রেলিয়ার মেয়েদের ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে। আর সেখানেই ব্যাট-বলের বাইরে গান গেয়ে সকলের মন জয় করে নিলেন ভারতীয় ব্যাটার জেমিমা রড্রিগেজ।

বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্সের হয়ে খেলেন জেমিমা রড্রিগেজ। মেলবোর্ন রেনেগেডসের বিরুদ্ধে সহজ জয়ের পর টিম বাসে ফিরছিল সকল ক্রিকেটাররা। ম্যাচে ব্যাট হাতে রান না পেলেও গিটার হাতে গান গেয়ে সতীর্থদের মন জয় করে নিলেন জেমিমা। বিখ্যাত গান ‘চন্দা মেরেয়া মেরেয়া’ গানটি গিটার বাজিয়ে গান জেমিমা। তার সঙ্গে গলা মেলাতে দেখা যায় বাসের অন্যান্য ক্রিকেটারদের। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় সকলেই পছন্দ করেছেন।

বাইশ গজে ব্যাট হাতে ঝড় তোলার পাশাপাশি, হকির মাঠেও একটা সময় ঝড় তুলতেন জেমিমা। মহারাষ্ট্রের হয়ে তিনি অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ হকি দলে খেলেছেন। ব্যাট, হকি স্টিক হাতে নেওয়ার পাশাপাশি মাঝেমধ্যেই মাইকও ধরেন তিনি। জেমিমার গানের গলাও বেশ সুন্দর। জেমিমার টুইটারে ঢুঁ মারলে মাঝে মধ্যেই দেখা যায়, গানের রিলস পোস্ট করেন। ইন্সটা লাইভেও গান গেয়ে শোনান।

 

আরও পড়ুনঃ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলে থাকছে কোন চমক, দেখে নিন টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ

 

প্রসঙ্গত, মেলবোর্ন রেনেগেডসের বিরুদ্ধে এদিন ম্যাচে সহজ জয় পায় মেলবোর্ন স্টার্স। ম্যাচে প্রথমে ব্যাট করে ১৯ ওভারে ৯১ রানে অলআউট হয়ে যায় রেনেগেডস। মেলবোর্ন স্টার্সের হয়ে ৪টি উইকেট নেন সফি ডে ও ৩টি উইকেট নেন অ্যানাবেল সাদারল্যান্ড। রান তাড়া করতে নেমে ১৭.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় মেলবোর্ন স্টার্স। সর্বোচ্চ ৪২ রান করেন অ্যানাবেল সাদারল্যান্ড।