টি-২০ বিশ্বকাপের পর জিম্বাবোয়ে সফরে যাবে ভারতীয় দল। ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। ৬ জুলাই থেকে শুরু হবে। ঘোষণা হতে চলেছে সেই সিরিজের জন্য ভারতীয় দল। সেখানে থাকতে পারে মহাচমক।

Job Opportunity: বিরাট, রোহিতদের প্লেনে এবার আপনিও , তাও নিখরচায়, শুধু করে নিন এই কোর্স

কলকাতা: ব্যস্ত জীবন। দৈনন্দিন চাপ বেড়েছে। সঙ্গে বেড়েছে অসুস্থতা। অফিসে একটানা বসে কাজ করার ফলে পেশিতে চাপ পড়ে। ফলে অনেকেই পিঠ বা কোমরের ব্যথায় ভোগেন। এসবের চিকিৎসা করেন ফিজিতথেরাপিস্ট। বর্তমানে তরুণ-তরুণীদের মধ্যে অনেকেই ফিজিওথেরাপির পেশায় ঝুঁকছেন। সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে প্রচুর কর্মসংস্থানের সুযোগও রয়েছে।

বুন্দেলখন্ড বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি বিভাগের সমন্বয়কারী ডঃ সত্যেন্দ্র সিং বলেছেন, বর্তমানে ফিজিওথেরাপি চিকিৎসার একটা অংশ। ফিজিওথেরাপিতে মূলত শরীরের বাইরে অর্থাৎ পেশিতে চিকিৎসা করা হয়। মূলত হাড় এবং পেশির আঘাতের শুশ্রূষা করাই ফিজিওথেরাপিস্টদের কাজ। তিনি বলেন, পেশির টান ও ব্যথা সারাতে চিকিৎসক ওষুধের সঙ্গে ফিজিওথেরাপিও দিতে বলেন। এর আওতায় ম্যাসাজ, ব্যায়াম বা ইলেক্ট্রোথেরাপির মাধ্যমে রোগীর চিকিৎসা করা হয়।

বুন্দেলখন্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু হয়েছে: বুন্দেলখন্ড বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর অফ ফিজিওথেরাপি কোর্স পড়ানো। ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষায় বসতে হয় ছাত্র-ছাত্রীদের। বিজ্ঞান নিয়ে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ পড়ুয়ারা এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারেন। বুন্দেলখন্ড বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অফ ফিজিওথেরাপি কোর্সে মোট ৪০টি আসন রয়েছে। কোর্সের মেয়াদ ৪.৫ বছর। ফি ৫২ হাজার টাকা। ছাত্র-ছাত্রীরা বুন্দেলখণ্ড বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.bujhansi.ac.in-এ গিয়ে আবেদন করতে পারেন।

আরও পড়ুন – IMD Thunderstorm Alert: কালবৈশাখীর তাণ্ডব ফের একবার দেখবে বাংলা, প্রবল হাওয়ার দাপট, বৃষ্টির তুমুল তোলপাড়, অ্যালার্ট জারি বাংলায়

একজন ফিজিওথেরাপিস্টের কাজ হল হাসপাতাল বা স্বাস্থ্য কর্মসূচি বা প্রকল্পে সংশ্লিষ্ট সার্জনের (চিকিৎসক) নির্দেশ অনুযায়ী ফিজিওথেরাপির মাধ্যমে রোগীদের চিকিৎসা করা, প্রয়োজনীয় সতর্কতা বা ওষুধের বিষয়ে পরামর্শ দেওয়া এবং সংশ্লিষ্ট প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনা।

ফিজিওথেরাপি কোর্স শেষ করে এই ক্ষেত্রগুলিতে কাজ পাওয়া যায়: ফিজিওথেরাপি কোর্স করার পর তরুণ, তরুণীরা সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে কাজ করতে পারেন। নার্সিং হোম এবং ক্লিনিকেও তাঁদের জন্য কাজের সুযোগ রয়েছে। কেউ স্পোর্টস ইনজুরি এবং পুনর্বাসন কেন্দ্রেও চাকরি পেতে পারেন। এর পাশাপাশি, আইপিএল-এর বিভিন্ন টিমের করা যায়। সুযোগ মিলতে পারে ভারতীয় ক্রিকেট টিমেও। বিরাট, রোহিতদের সঙ্গে বিনামূল্যে দেশ-বিদেশে ঘোরার সুযোগ মিলবে। পাশাপাশি পিএইচডি করার পর কলেজে শিক্ষকের চাকরিও মিলতে পারে।