Junior doctors on Suvendu Adhikari: আন্দোলনকে কালিমালিপ্ত করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অভিযোগ জুনিয়র চিকিৎসকদের

কলকাতা: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার তাঁদের আন্দোলনকে কালিমালিপ্ত করার অভিযোগ আনলেন জুনিয়র চিকিৎসকরা৷ এ দিন সন্ধ্যায় স্বাস্থ্য ভবনের সামনে বৈঠক করেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা৷ আন্দোলনকারীদের পক্ষে অমৃতা নামে এক জুনিয়র চিকিৎসক বলেন, ‘বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের আন্দোলনকে কালিমালিপ্ত করতে চেয়েছেন৷’ একই সঙ্গে চিকিৎসকরা জানিয়ে দেন, কোনওভাবেই তাঁদের আন্দোলনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না৷

গতকাল নবান্নে গেলেও শেষ মুহূর্তে ভেস্তে যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক৷ আজ জানা যায়, নিজেদের দাবি এবং অভিযোগ জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা৷ যদিও এ দিন জুনিয়র চিকিৎসকরা দাবি করেছেন, গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে যাওয়ার আগেই রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছিলেন তাঁরা৷ এ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন জুনিয়র চিকিৎসকরা৷

আরও পড়ুন: ‘সাহেব অর্ডার করেছে সল্টলেক ওড়াতে!’ জুনিয়র চিকিৎসকদের উপরে হামলার ছক? বিস্ফোরক দাবি কুণালের

এ দিনও জুনিয়র চিকিৎসকরা বার বার দাবি করেছেন, তাঁদের আন্দোলনের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই৷ সেই কারণেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অগ্নিমিত্রা পালদের মতো বিজেপির সাংসদ, বিধায়করা তাঁদের আন্দোলনে পাশে দাঁড়াতে এলেও তাঁদের ফিরিয়ে দেওয়া হয়েছে৷ এই প্রসঙ্গেই স্বাস্থ্য ভবনের সামনে তাঁদের অবস্থান সম্পর্কে বিরোধী দলনেতার করা একটি মন্তব্যের তীব্র সমালোচনা করা হয় জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে৷ অভিযোগ করা হয়, চিকিৎসকদের আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন বিরোধী দলনেতা৷

জুনিয়র চিকিৎসকরা আজ ফের একবার নিজেদের দাবি সমূহের কথা উল্লেখ করে বুঝিয়ে দিয়েছেন, নিজেদের অবস্থানেই অনড় রয়েছেন তাঁরা৷ আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা বলেন, ‘অভয়ার ন্যায় বিচার ও তদন্ত,এটা নিয়ে আমরা উপযুক্ত জায়গায় দাবি রাখব৷ সন্দীপ ঘোষ সহ যাঁদের সক্রিয় অংশগ্রহণে নানান অবৈধ কাজ হয়েছে, স্বাস্থ্য সচিব,স্বাস্থ্য অধিকর্তা,স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে আইন অনুযায়ী তদন্তের আওতায় আনা হোক৷ সিপি, ডিসি নর্থ, ডিসি সেন্ট্রালকে অপসারণ করতে হবে৷ এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে৷ রোগী পরিষেবা সুনিশ্চিত করতে না পারলে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়৷ গ্রাম,মফস্বলে এর ভালো স্বাস্থ্য পরিষেবা তৈরি করতে হবে৷ ‘