লালবাজার অভিযান শেষে রাস্তা পরিষ্কার করছেন জুনিয়র চিকিৎসকরা৷

Lalbazaar Abhijan রাস্তা খালি করেই রাস্তা সাফ! ২২ ঘণ্টার অবস্থানের পর অন্য রূপে চিকিৎসকরা

কলকাতা: ২২ ঘণ্টার অবস্থান৷ মঙ্গলবার বিকেলে শেষ পর্যন্ত বি বি গাঙ্গুলি স্ট্রিট খালি করেছেন লালবাজার অভিযানে যাওয়া জুনিয়র চিকিৎসকরা৷ তবে লালবাজার গামী রাস্তা খালি করে দিলেও কর্মসূচি শেষ হওয়ার এক ঘণ্টার মধ্যেই যে জায়গা জুড়ে ২২ ঘণ্টা অবস্থান করেছেন, সেই জায়গা নিজেদের হাতেই পরিষ্কার করে দিলেন বিক্ষোভকারী জুনিয়র চিকিৎসকরা৷

২২ ঘণ্টা ধরে লালবাজার গামী রাস্তায় ধর্নায় বসেছিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা৷ সোমবার সন্ধে থেকে শুরু করে মঙ্গলবার প্রায় বিকেল পর্যন্ত রাস্তা দখল করে বসেছিলেন তাঁরা৷ আন্দোলনকারী চিকিৎসকদের দাবি ছিল, নগরপালকে পদত্যাগ করতে হবে৷

আরও পড়ুন: বিধানসভায় পাশ হল অপরাজিতা বিল, ধর্ষণের ঘটনায় ফাঁসির সাজা-সহ একাধিক সুপারিশ

শেষ পর্যন্ত এ দিন বিকেলে পুলিশ ব্যারিকেড সরিয়ে বেনটিক্ট স্ট্রিট পর্যন্ত মিছিল নিয়ে যাওয়ার অনুমতি দিলে জুনিয়র চিকিৎসকরা রাস্তা খালি করে দেন৷ চিকিৎসকদের একটি প্রতিনিধি দল গিয়ে নগরপাল বিনীত গোয়েলের সঙ্গেও দেখা করে৷

তবে অবস্থান কর্মসূচি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বেশ কয়েকজন জুনিয়র চিকিৎসককে দেখা যায় রাস্তা পরিষ্কারের কাজে নামতে৷ তাঁদের কথায়, সমাজ পরিষ্কারের দাবি নিয়ে যে আন্দোলন চলছে, তা করতে গিয়ে রাস্তা নোংরা করতে চান না তাঁরা৷

লালবাজারে নগরপাল বিনীত গোয়েলের সঙ্গে দেখা করে তাঁরই পদত্যাগ দাবি করেন জুনিয়র চিকিৎসকরা৷ লালবাজার থেকে ফিরে এসে ফের আরজি কর হাসপাতালে নিজেদের অবস্থান কর্মসূচি শুরু করেছেন তাঁরা৷