Mamata Banerjee junior doctors meeting update প্রতিশ্রুতি পূরণ না হওয়া পর্যন্ত চলবে কর্মবিরতি, ধর্না! ঘোষণা জুনিয়র চিকিৎসকদের

কলকাতা: মুখ্যমন্ত্রী কালীঘাটের বৈঠকে যা যা প্রতিশ্রুতি দিয়েছেন, তার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এবং মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানি না হওয়া পর্যন্ত স্বাস্থ্য ভবনের সামনের অবস্থান প্রত্যাহার করা হবে না৷ পাশাপাশি চলবে তাঁদের কর্মবিরতিও৷ সোমবার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে আসার পর এই ঘোষণা করলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা৷

সোমবার কালীঘাটে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে কলকাতার নগরপাল বিনীত গোয়েল, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য অধিকর্তাকে সরিয়ে দেওয়ার দাবি মেনে নেন মুখ্যমন্ত্রী৷ তবে রাজ্যের স্বাস্থ্য সচিবকে সরানোর দাবি মানেননি মুখ্যমন্ত্রী৷ বৈঠক শেষে রাজ্যের বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরার অনুরোধও করেন মুখ্যমন্ত্রী৷

আরও পড়ুন: সরছেন বিনীত গোয়েল, তিন দাবি মানলেন মমতা! চিকিৎসকদের কাজে ফেরার আর্জি

যদিও এই সমস্ত প্রতিশ্রুতি নির্দেশ আকারে রাজ্য সরকার প্রকাশ না করা পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে বলে জানিয়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা৷ পাশাপাশি, স্বাস্থ্য সচিবকে সরানোর দাবিতেও অনড় তাঁরা৷ ফলে এখনই কর্মবিরতি প্রত্যাহার করছেন না জুনিয়র চিকিৎসকরা৷ স্বাস্থ্য ভবনের সামনে তাঁদের অবস্থানও চলবে৷ মঙ্গলবার মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি কার্যকর হলে এবং সুপ্রিম কোর্টের শুনানিতে কী হয় তা দেখে নিয়েই পরবর্তী সিদ্ধান্ত নিতে পারেন জুনিয়র চিকিৎসকরা৷

সোমবার সন্ধ্যায় কালীঘাটে নিজের বাস ভবনে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী৷ সন্ধে ৬.৪০ মিনিট থেকে দু ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক চলে৷ তার পরে আন্দোলনকারীদের দাবি মেনে লেখা হয় বৈঠকের কার্যবিবরণী৷ শেষ পর্যন্ত সোমবার প্রায় মধ্যরাতে আন্দোলনকারীদের অধিকাংশ দাবি মেনে নেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷