অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ফিরিয়ে দিলেন জুনিয়র চিকিৎসকরা৷

Abhijit Ganguly অভিজিৎকে গো ব্যাক স্লোগান জুনিয়র চিকিৎসকদের, ফিরে যেতে বাধ্য হলেন বিজেপি সাংসদ

কলকাতা: নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে রাতভর রাস্তায় বসে থাকা জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দেখা করতে গিয়ে গো ব্যাক স্লোগান শুনলেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ সোমবার রাতে বি বি গাঙ্গুলি স্ট্রিটে উপর বসে থাকা বিক্ষোভকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দেখা করতে যান তমলুকের বিজেপি সাংসদ৷

যদিও তাঁকে দেখামাত্রই গো ব্যাক স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারী জুনিয়র চিকিৎসকরা৷ রাজনৈতিক কোনও নেতাকেই যে তাঁরা নিজেদের বিক্ষোভে চান না, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করে সেই ঘোষণাও করে দেন জুনিয়র চিকিৎসকরা৷ এর পরেই কার্যত অস্বস্তিতে পড়েই ঘটনাস্থল ছাড়েন বিজেপি সাংসদ৷ তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাবি করেন, কোনও রাজনৈতিক ব্যক্তি হিসেবে নন, শহরের একজন বাসিন্দা হিসেবেই জুনিয়র চিকিৎসকদের পাশে থাকতে এসেছিলেন তিনি৷ জুনিয়র চিকিৎসকরা তাঁকে ভুল বুঝেছেন বলেও দাবি করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷

আরও পড়ুন: বিনীতের পদত্যাগ দাবি, সারা রাত রাস্তায় বসে জুনিয়র চিকিৎসকরা! সমর্থন জানাতে এলেন দেবলীনা, সুদীপ্তা, চৈতি

জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভের মুখে পড়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমি কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নই, একজন সহ নাগরিক হিসেবেই এই আন্দোলনে জুনিয়র চিকিৎসকদের পাশে থাকতে এসেছিলাম৷ কিন্তু ওঁরা আমাকে ভুল বুঝেছেন৷ কারণ ওঁরা নিজেদের আন্দোলন নিজস্ব কিছু নীতির উপর ভিত্তি করে চালিয়ে নিয়ে যাচ্ছেন৷ আমি সেভাবে কোনও রাজনীতির মানুষ নই৷’

তবে বিজেপি সাংসদ দাবি করেন, ‘নগরপালের অবশ্যই উচিত ছিল জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দেখা করা৷ ওঁরা তো দুষ্কৃতী নয়৷’

আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা অবশ্য প্রথম থেকেই বলে আসছেন, তাঁরা নিজেদের আন্দোলনে রাজনীতির কোনও রং লাগতে দিতে চান না৷ তবে রাজনৈতিক নেতাদের ফিরিয়ে দিলেও সোমবার রাতে রাস্তায় বসে থাকা জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দেখা করেছেন তিনি অভিনেত্রী দেবলীনা দত্ত, চৈতি ঘোষাল এবং সুদীপ্তা চক্রবর্তী৷