তবে ৫ দফা দাবিতে নিজেদের সিদ্ধান্তে অনড় তাঁরা। গত দু'বার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য গিয়েও প্রথমদিন নবান্ন ও দ্বিতীয় দিন কালীঘাটের বাসভবনের সামনে থেকে ফিরে আসেন তাঁরা।

Junior Doctors Protest: জুনিয়র চিকিৎসকদের উপর হামলার ছক? রাতেই স্বাস্থ্যভবনের সামনে লাগছে ১৪ টা সিসি ক্যামেরা

কলকাতা: স্বাস্থ্যভবনের সামনেই অবস্থান বিক্ষোভে রয়েছেন জুনিয়র চিকিৎসকের দল। এরমধ্যেই শুক্রবার সকালে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভে বড়সড় হামলার চক্রান্ত চালাচ্ছে বামেদের একটি যুব সংগঠন এবং অতি বাম একটি সংগঠন,এই দুই সংগঠনের দুই নেতার মধ্যে কথোপকথনের একটি অডিও ক্লিপ প্রকাশ করে এমনই দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা৷ রাজ্য সরকার এবং শাসক দল তৃণমূল কংগ্রেসকে বদনাম করতেই এই পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কুণাল ঘোষ৷

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক দাবি করেছেন, গতকাল জুনিয়র চিকিৎসকরা যখন নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য গিয়েছিলেন, তখনই এই হামলা চালানোর কথা ছিল৷ কিন্তু কোনও কারণে সেই হামলা চালানো সম্ভব হয়নি৷ কুণাল ঘোষের দাবি, যে দুই সংগঠন মিলে এই চক্রান্ত সাজিয়েছে, তাদের সূত্রেই এই অডিও ক্লিপ শাসক দলের হাতে এসেছে৷

‘অডিও-ক্লিপ’ কাণ্ডের পর স্বাস্থ্যভবনের সামনে অবস্থানরত জুনিয়র ডাক্তারদের নিরাপত্তার খাতিরে তৎপর রাজ্য সরকার। জানা গিয়েছে, স্বাস্থ্য ভবনের কাছে আপাতত ১৪ টা সিসিটিভি ক্যামেরা লাগানো হবে, রাতেই ক্যামেরা লাগবে। কাজ শুরু হয়ে গিয়েছে, তবে বৃষ্টির জন্য ক্যামেরা লাগানোয় সমস্যা হচ্ছে। থানাতেই কন্ট্রোলরুম।

উল্লেখ্য,কুণাল ঘোষের প্রকাশ করা এই অডিও ক্লিপে দুই ব্যক্তির কথোপকথন উঠে এসেছে৷ সেখানে প্রথমে একজনকে বলতে শোনা যাচ্ছে, ‘সাহেব অর্ডার করেছে সল্ট লেক ওড়ানোর জন্য৷’ এর পরের কথোপকথনে দ্বিতীয় ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে, ‘আমি এত বছর এই কাজ করেছি, কোনোদিন ভয়ডর লাগেনি কিন্তু এখন এটাতে বিবেকে লাগছে, করাটা কী ঠিক হবে, ওরা তো লোকের জীবন বাঁচায়। অডিও ক্লিপে বাপ্পা বলে একজনের নামও উঠে এসেছে৷’