‘ভিডিও ছাড়াই বৈঠকে রাজি ছিলেন কিছু ডাক্তার!’ অডিও প্রকাশ করে বিস্ফোরক দাবি কুণালের, ‘আন্দোলন ভাঙার চেষ্টা’, দাবি ডাক্তারদের

Junior Doctor’s Protest-Kunal Ghosh: ‘ভিডিও ছাড়াই বৈঠকে রাজি ছিলেন কিছু ডাক্তার!’ অডিও প্রকাশ করে বিস্ফোরক দাবি কুণালের, কী বললেন ডাক্তাররা?

কলকাতা: আরও একটি অডিয়ো প্রকাশ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আরজি করের ঘটনার প্রতিবাদে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছেন জুনিয়র ডাক্তারেরা। নতুন অডিয়োতে কুণালের অভিযোগ, জুনিয়র ডাক্তারদের একাংশ জটিলতা তৈরির মানসিকতা নিয়েই কালীঘাটে গিয়েছিলেন।

রবিবার নিজের এক্স হ্যান্ডেলে একটি অডিয়ো প্রকাশ করেছেন কুণাল। দাবি করেছেন, তা মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়ার আগে সল্টলেকের ধর্নামঞ্চে জুনিয়র ডাক্তারদের বৈঠকের একটি অংশ। কুণাল ঘোষ জানিয়েছেন, ‘‘এই অডিয়ো কারও টেলিফোনকথন নয়। এটি ওঁদের মঞ্চে নিজেদের বৈঠকের আলোচনা।’’

আরও পড়ুন: ‘আরজি নয় দাবি কর’ ব‍্যানারে মহামিছিল! সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ‍্যভবনের পথে জুনিয়র ডাক্তাররা

অডিয়োতে শোনা গিয়েছে, কালীঘাট থেকে ডাক আসার পর সেখানে যাওয়া এবং দাবিদাওয়া সম্বন্ধে জুনিয়র ডাক্তারেরা আলোচনা করছেন। কেউ কেউ সরকারের দাবি মেনে বৈঠকের পক্ষে। কেউ কেউ আবার ভিডিয়োগ্রাফি বা সরাসরি সম্প্রচারের দাবিতে অনড় থাকতে চাইছেন। সুপ্রিম কোর্টে আগামী মঙ্গলবারের শুনানি নিয়েও উদ্বেগ প্রকাশ করছেন কেউ কেউ।

আরও পড়ুন: বাথরুমের হলুদ দাগ? এইভাবে পরিষ্কার করলেই নিমেষে ঝকঝকে হবে নোংরা বাথরুম, সহজ টিপসেই কেল্লাফতে

অডিও ক্লিপ প্রসঙ্গে সৌম্যদীপ রায় চিকিৎসক বলেন, ‘‘জেনারেল বডির বৈঠকে তো নানা ধরনের মত উঠে আসে। তার ভিত্তিতেই তো ঐক্যমতে পৌঁছনো হয়। ভিতর থেকে কারা বৈঠকের বিভিন্ন কথাবার্তা টুকরো টুকরো আকারে বাইরে বার করছে, এ ভাবে চিহ্নিত করা সম্ভব নয়। বৈঠকে আমরা অনেকে ছিলাম। তবে আন্দোলন ভাঙার জন্যই এটা করা হচ্ছে। কেউ কেউ আন্দোলন ভাঙার চেষ্টা করছে নিশ্চয়ই।’ কুণাল ঘোষ বলেন, ‘‘এই বৈঠকের সরাসরি সম্প্রচার হলে জনগণের বুঝতে সুবিধা হত। স্পষ্ট, একাংশ জটিলতার মানসিকতা নিয়েই গিয়েছিলেন।’’