Junior Doctors Nabanna meeting: আলোচনায় রাজি জুনিয়র চিকিৎসকরা, পাল্টা দেওয়া হল চার শর্ত! বৈঠকে থাকতে হবে মুখ্যমন্ত্রীকে

কলকাতা: রাজ্যের মুখ্যসচিব ই মেল করে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের আজ সন্ধে ছটায় নবান্নে গিয়ে আলোচনায় বসতে অনুরোধ করছিলেন৷ নিজেদের মধ্যে আলোচনা করে আন্দোলনকারী চিকিৎসকরা জানিয়ে দিলেন, আলোচনায় তাঁরা যেতে রাজি হলেও তাঁদের চারটি শর্ত মানতে হবে৷ এই শর্তগুলির মধ্যে অন্যতম যে পাঁচ দফা মূল দাবির ভিত্তিতে তাঁরা আন্দোলন চালাচ্ছে, আজকের আলোচনা সেগুলির উপর ভিত্তি করেই হতে হবে৷ পাশাপাশি, তাঁদের সঙ্গে আলোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বৈঠকে উপস্থিত থাকতে হবে৷

ইতিমধ্যেই নিজেদের এই চার শর্তের কথা উল্লেখ করে মুখ্যসচিবকে পাল্টা ই মেল করেছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা৷ যদিও চিকিৎসকদের এই ই মেলের পরিপ্রেক্ষিতে নবান্নের পক্ষ থেকে এখনও কোনও সিদ্ধান্ত জানান হয়নি৷

যে চার শর্তের কথা জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে বৈঠকে অন্তত ৩০ জন প্রতিনিধিকে অংশ নিতে দেওয়ার দাবি৷ দ্বিতীয়ত, বৈঠকের সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করতে হবে৷ তৃতীয় শর্তে বলা হয়েছে, আরজি কর কাণ্ডের পরে জুনিয়র চিকিৎসকদের  তোলা পাঁচ দফা দাবির উপরেই আজকের আলোচনা চালাতে হবে৷ এবং সর্বশেষ শর্ত হিসেবে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসার দাবি জানিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা৷

আরও পড়ুন: ‘ধর্মযুদ্ধ জিততে হবে, শুধু তুমি ফিরে আসবে বলে…’, লিখলেন নিহত মহিলা চিকিৎসকের বিশেষ বন্ধু

আরজি কর কাণ্ডের পর যে পাঁচ দফা দাবিতে জুনিয়র চিকিৎসকরা আন্দোলন চালাচ্ছেন, তার মধ্যে মূল দাবি ছিল মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে যুক্তদের গ্রেফতার করা এবং তাঁদের যথাযথ শাস্তির ব্যবস্থা করা৷ এ ছাড়াও কলকাতার নগরপাল বিনীত গোয়েলের অপসারণ, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার পাশাপাশি বিভাগীয় তদন্ত শুরুর দাবি জানিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা৷

এ ছাড়াও স্বাস্থ্য সচিবের পদত্যাগ, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদত্যাগ, হাসপাতালে হাসপাতালে চিকিৎসকদের হুমকির মুখে পড়ার ঘটনা বন্ধ করার দাবিও তুলেছে জুনিয়র চিকিৎসকদের সংগঠন জয়েন্ট ডক্টরস ফ্রন্ট৷