প্রতি বছরের মতো এবারেও ধুমধাম করে কালীপুজো আয়োজিত হতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। প্রতি বছরই নিষ্ঠাভরে এই পুজো নিজে বসে থেকে তদারকি করেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সকাল থেকেই পুজোর আয়োজন শুরু হয়েছে বাড়িতে।
কালীপুজো উপলক্ষ্যে গান লিখেছেন ও সুর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গান ‘আলোর সাথে নিশীথ রাতে মা এসেছেন ঘরে।’ গানটি গেয়েছেন ইন্দ্রনীল সেন। সরকারি প্রকল্পের গান সুর মিলে ১৫০টি গান হয়ে গেল মুখ্যমন্ত্রীর।
মমতা লিখেছিলেন- ‘আমার বাড়ির ব্রহ্মময়ীর চরণে শতকোটি প্রণাম জানাই। মায়ের স্নেহাশিসে মা-মাটি-মানুষের কল্যাণ হোক – এই প্রার্থনা আমার। ১৯৭৮ সালে প্রথম আমার মা এই পুজো শুরু করেন। এই বছর তা ৪৭ বছরে পা দিল। আমি যেন আজীবন এইভাবেই মায়ের সেবা করতে পারি – মায়ের চরণে এই কামনা আমার। সকলকে জানাই দীপাবলি এবং কালীপুজোর আগাম আন্তরিক শুভনন্দন।’
মুখ্যমন্ত্রীর বাড়িতে পুজো ছাড়াও কলকাতায় আরও বেশ কিছু জনপ্রিয় পুজো রয়েছে। সেগুলি দেখে নিন এখ ঝলকে।