অস্কারজয়ী মেরিল স্ট্রিপের সঙ্গে নিজের তুলনা কঙ্গনার, বাকিটা ট্যুইটার বুঝে নিল

#মুম্বই: নিজের মুখে নিজের প্রশংসা করাটাকে প্রায় ‘শিল্পের’ পর্যায় নিয়ে গিয়েছেন কঙ্গনা রানাওয়াত! বলিউড অভিনেত্রী এবার নিজের সঙ্গে হলিউড মাতানো অভিনেত্রী মেরিল স্ট্রিপ (Meryl Streep) ও গ্যাল গ্যাদতের (Gal Gadot) তুলনা টানলেন৷

চরিত্রের বৈচিত্র্য ও অভিনয় দক্ষতায় মেরিল স্ট্রিপকে এই প্রজন্মের শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে গণ্য করা হয়৷ বিভিন্ন ভাষায় দক্ষ মেরিল ২১বার অ্যাকাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়ে তিনবার অস্কার পেয়েছেন৷ ৩১টি গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনীত হয়ে আটবার গোল্ডেন গ্লোব সবচেয়ে প্রভাবশালী অভিনেত্রী মেরিলের৷ মনোনয়ন ও বিজয়ের দিক থেকে যা সর্বাধিক৷ ছোটর ওপর এটাই মেরিলের বায়োডেটা৷

অন্যদিকে ইজরায়েলের গ্যাল গ্যাদত অ্যাকশন ও গ্ল্যামারের ছটায় বিশ্বের মন জয় করেছেন৷ ‘ওয়ান্ডার ওম্যান’ খ্যাত গ্যাল মাত্র ১৮ বছর বয়সে মিস ইজরায়েল হন৷ সেলুলয়েডের দুনিয়ায় আসার আগে তিনি দু’বছর ইজারায়েলের সেনা হিসাবে দেশের সেবা করেছেন৷

এখন প্রশ্ন কেন কঙ্গনা নিজের সঙ্গে মেরিল ও গ্যালের তুলনা টানলেন? কঙ্গনার সামনেই দু’টি ছবি মুক্তি পাবে৷ তামিলনাড়ুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার (Jayalalitha) বায়োপিক ‘থালাইভি’ (Thalaivi) ও অপরটি অ্যাকশন ছবি ‘ধকড়’ (Dhaakad)৷ এই দু’টি ছবির কিছু দৃশ্য ট্যুইটারে পোস্ট করেছেন কঙ্গনা৷ তিনি লিখলেন, “একজন পারফর্মার হিসাবে আমি যে রেঞ্জের অভিনয় করি, তাতে করে এই মুহূর্তে আমার মতো আর একজনও এই পৃথিবীতে নেই৷ আমার মধ্যে মেরিল স্ট্রিপের মতো প্রতিভা রয়েছে৷ যা আমার চরিত্রের বিভিন্ন স্তর দেখলেই বোঝা যায়৷ পাশাপাশি আমি অ্যাকশনের দক্ষতা ও গ্ল্যামার গ্যাল গ্যাদতের সঙ্গেই তুলনীয়৷” এই পোস্টের সঙ্গেই তিনি #Thalaivi #Dhaakad জুড়ে দেন৷

কঙ্গনার ট্যুইটের জন্য ট্যুইটারাত্তিরা মুখিয়ে থাকেন৷ হতে পারেন তিনি অত্যন্ত ভাল অভিনেত্রী৷ কিন্তু এই মানের দুই অভিনেত্রীর সঙ্গে কঙ্গনা যে নিজের তুলনা করেছেন, তা দেখে নেটাগরিকরা আর নিজেদের ধরে রাখতে পারেননি৷ কঙ্গনাকে ধুয়ে দিয়েছেন তাঁরা৷