Kangana Ranaut: দেশ জুড়ে অক্সিজেন সঙ্কট! কঙ্গনার স্থায়ী সমাধান শুনে অবাক নেটিজেনরা,ফের ট্রোলড অভিনেত্রী

#মুম্বই: করোনার দ্বিতীয় ঢেউয়ে (second wave corona) ভয়াবহ অবস্থা গোটা দেশের। গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ ছাড়িয়েছে ৩ লক্ষ। আক্রান্তের সংখ্যা এমন জায়গায় পৌঁছেছে যে হাসপাতালের বেড ও অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে। অক্সিজেনের জন্য রীতিমত হাহাকার পড়ে গিয়েছে চারদিকে। আর এই সময় অক্সিজেন পাওয়ার সমাধান বাতলে দিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত Kangana Ranaut)। তবে এই সমাধান দিতে গিয়েও নেটিজেনদের ট্রোলিং এড়াতে পারলেন না তিনি।

কঙ্গনা বুধবার একটি টুইট করেন এবং কিভাবে অক্সিজেন এর সমস্যা কিভাবে মেটানো যায় সেই বিষয়ে কথা বলেন। তার দাবি স্থায়ীভাবে এই সমস্যা মেটাতে গেলে গাছ লাগাতে হবে। কঙ্গনা লেখেন, “যারা অক্সিজেনের অভাব বোধ করছেন তারা এটা চেষ্টা করে দেখতে পারেন। গাছ লাগানোই স্থায়ী সমাধান। আর সেটা যদি না পারেন তাহলে গাছ কাটবেন না। নিজের জামাকাপড় রিসাইকেল করুন। বৈদিক খাবার খান, অর্গানিক জীবনযাপন করুন।”

কঙ্গনা এই টুইট এর সঙ্গে একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিও দেখা যাচ্ছে এক যুবতী যোগব্যায়ামের মাধ্যমে নিজের অক্সিজেন লেভেল ঠিক মাত্রায় নিয়ে আসছেন। কঙ্গনা বলেন, সাময়িকভাবে এই যোগ ব্যায়াম করলে সমাধান মিলবে। কিন্তু স্থায়ী সমাধান পেতে হলে গাছ লাগান। টুইটের শেষে কঙ্গনা ‘জয় শ্রীরাম’ও লেখেন।

কঙ্গনা এই টুইট করতেই ফের ট্রোলিং এর মুখে পড়েন। যে সময়ে মানুষ অক্সিজেনের অভাবে ছুটে বেড়াচ্ছে হাসপাতাল থেকে হাসপাতাল, সেই সময়ে এই পরামর্শ মোটেই ভালো ভাবে নেননি নেটিজেনরা। প্রসঙ্গত, দেশের দৈনিক সংক্রমণের সংখ্যা এবার ৩ লক্ষ ছাড়াল ৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ১৫ হাজার ৭৩৫ জন। দেশে দৈনিক করোনা আক্রান্তে নয়া রেকর্ড।