Shiva Linga Norms: বাড়িতে শিবলিঙ্গ আছে? রাখেন কোন দিকে…এই নিয়মগুলো মানেন তো? নাহলে কিন্তু ক্ষতি অবধারিত

প্রতিটি বাঙালি গৃহস্থ বাড়িতেই আমরা অন্যান্য দেব দেবীর সঙ্গে মহাদেবের ছবিও ঠাকুরঘরে রেখে থাকি৷ তবে অনেকেই বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করেও পূজো করে থাকি৷ অনেকের বাড়িতে আবার একাধিক শিবলিঙ্গ রেখে থাকেন৷ কিন্তু, আমরা অনেকেই জানি না যে, বাড়িতে শুধু শিবলিঙ্গ রাখলেই হয় না, মনে রাখতে হয় আরও নানা নিয়ম৷
প্রতিটি বাঙালি গৃহস্থ বাড়িতেই আমরা অন্যান্য দেব দেবীর সঙ্গে মহাদেবের ছবিও ঠাকুরঘরে রেখে থাকি৷ তবে অনেকেই বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করেও পূজো করে থাকি৷ অনেকের বাড়িতে আবার একাধিক শিবলিঙ্গ রেখে থাকেন৷ কিন্তু, আমরা অনেকেই জানি না যে, বাড়িতে শুধু শিবলিঙ্গ রাখলেই হয় না, মনে রাখতে হয় আরও নানা নিয়ম৷
কোন কোন জিনিস মাথায় রাখা উচিত?  বাড়ির কোন দিকে শিবলিঙ্গ রাখা বেশি শুভ? কীসের উপরে শিবলিঙ্গ রাখা উচিত? রয়েছে প্রসাদ সংক্রান্ত নিয়মও৷  উন্নাও পণ্ডিতের জ্যোতিষী ঋষিকান্ত মিশ্র শাস্ত্রী আমাদের জানাচ্ছেন যাবতীয় তথ্য৷
কোন কোন জিনিস মাথায় রাখা উচিত? বাড়ির কোন দিকে শিবলিঙ্গ রাখা বেশি শুভ? কীসের উপরে শিবলিঙ্গ রাখা উচিত? রয়েছে প্রসাদ সংক্রান্ত নিয়মও৷ উন্নাও পণ্ডিতের জ্যোতিষী ঋষিকান্ত মিশ্র শাস্ত্রী আমাদের জানাচ্ছেন যাবতীয় তথ্য৷
যদি বাড়িতে শিবলিঙ্গ রাখেন, তাহলে এর সঙ্গে সম্পর্কিত নিয়মগুলি জানা জরুরি। শিবলিঙ্গ স্থাপনের সময় মনে রাখবেন, শিবলিঙ্গ যেন উত্তর বা পূর্ব দিকে থাকে। এ ছাড়া, প্রতিদিন সকাল-সন্ধ্যা নিয়মিত পূজা করাও খুবই জরুরি। তবে পুজোর সময় শিবলিঙ্গে হলুদ দেওয়া এড়িয়ে চলা উচিত।
যদি বাড়িতে শিবলিঙ্গ রাখেন, তাহলে এর সঙ্গে সম্পর্কিত নিয়মগুলি জানা জরুরি। শিবলিঙ্গ স্থাপনের সময় মনে রাখবেন, শিবলিঙ্গ যেন উত্তর বা পূর্ব দিকে থাকে। এ ছাড়া, প্রতিদিন সকাল-সন্ধ্যা নিয়মিত পূজা করাও খুবই জরুরি। তবে পুজোর সময় শিবলিঙ্গে হলুদ দেওয়া এড়িয়ে চলা উচিত।
শিবলিঙ্গ ঘরের কোণে রাখা কখনওই উচিত নয়। বাড়ির কোনও কোণে শিবলিঙ্গ রাখলে মহাদেব অসন্তুষ্ট হন বলে মনে করা হয়৷ এতে জীবনে খারাপ প্রভাব পড়তে পারে। সংসারে দুঃসময়ও নেমে আসতে পারে৷
শিবলিঙ্গ ঘরের কোণে রাখা কখনওই উচিত নয়। বাড়ির কোনও কোণে শিবলিঙ্গ রাখলে মহাদেব অসন্তুষ্ট হন বলে মনে করা হয়৷ এতে জীবনে খারাপ প্রভাব পড়তে পারে। সংসারে দুঃসময়ও নেমে আসতে পারে৷
শিবলিঙ্গের জায়গা পরিবর্তন করা থেকে বিরত থাকুন৷ শিবলিঙ্গ যেখানে রাখবেন, সেখান থেকে বার বার তাঁকে স্থানচ্যুত করবেন না৷  যদি বিশেষ কারণে স্থান বদলাতেই হয় তবে শিবলিঙ্গটি সরানোর আগে তাকে গঙ্গাজল এবং ঠান্ডা দুধ দিয়ে স্নান করান এবং তারপরে স্থান পরিবর্তন করুন।
শিবলিঙ্গের জায়গা পরিবর্তন করা থেকে বিরত থাকুন৷ শিবলিঙ্গ যেখানে রাখবেন, সেখান থেকে বার বার তাঁকে স্থানচ্যুত করবেন না৷ যদি বিশেষ কারণে স্থান বদলাতেই হয় তবে শিবলিঙ্গটি সরানোর আগে তাকে গঙ্গাজল এবং ঠান্ডা দুধ দিয়ে স্নান করান এবং তারপরে স্থান পরিবর্তন করুন।
কোনও পাত্র ছাড়া দুধ দেওয়া থেকে বিরত থাকুন৷ কিছু লোক কোনও পাত্র ছাড়াই দোকান থেকে সরাসরি ভগবান শিবের কাছে প্যাকেটজাত বা অন্যান্য দুধ নিবেদন করে থাকেন৷ এটি করাও উচিত নয়। দুধ দেওয়ার সময় আরেকটা কথা মাথায় রাখবেন দুধ যেন সম্পূর্ণ ঠান্ডা হয়। এছাড়া, শিবের অভিষেক শুধুমাত্র গরুর দুধ দিয়ে করতে হবে।
কোনও পাত্র ছাড়া দুধ দেওয়া থেকে বিরত থাকুন৷ কিছু লোক কোনও পাত্র ছাড়াই দোকান থেকে সরাসরি ভগবান শিবের কাছে প্যাকেটজাত বা অন্যান্য দুধ নিবেদন করে থাকেন৷ এটি করাও উচিত নয়। দুধ দেওয়ার সময় আরেকটা কথা মাথায় রাখবেন দুধ যেন সম্পূর্ণ ঠান্ডা হয়। এছাড়া, শিবের অভিষেক শুধুমাত্র গরুর দুধ দিয়ে করতে হবে।
কোনও পাত্র ছাড়া দুধ দেওয়া থেকে বিরত থাকুন৷ কিছু লোক কোনও পাত্র ছাড়াই দোকান থেকে সরাসরি ভগবান শিবের কাছে প্যাকেটজাত বা অন্যান্য দুধ নিবেদন করে থাকেন৷ এটি করাও উচিত নয়। দুধ দেওয়ার সময় আরেকটা কথা মাথায় রাখবেন দুধ যেন সম্পূর্ণ ঠান্ডা হয়। এছাড়া, শিবের অভিষেক শুধুমাত্র গরুর দুধ দিয়ে করতে হবে।
কোনও পাত্র ছাড়া দুধ দেওয়া থেকে বিরত থাকুন৷ কিছু লোক কোনও পাত্র ছাড়াই দোকান থেকে সরাসরি ভগবান শিবের কাছে প্যাকেটজাত বা অন্যান্য দুধ নিবেদন করে থাকেন৷ এটি করাও উচিত নয়। দুধ দেওয়ার সময় আরেকটা কথা মাথায় রাখবেন দুধ যেন সম্পূর্ণ ঠান্ডা হয়। এছাড়া, শিবের অভিষেক শুধুমাত্র গরুর দুধ দিয়ে করতে হবে।
শিবলিঙ্গকে একা রাখা থেকে বিরত থাকুন৷ বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করার সময় মনে রাখবেন, শিবলিঙ্গকে কখনও একা রাখবেন না। এর পাশাপাশি মা পার্বতী ও গণেশের মূর্তিও রাখুন। এ ছাড়া, ভুল করেও শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ করা উচিত নয়, শিবলিঙ্গে সর্বদা শুধু বেলপত্র নিবেদন করা উচিত। বেলপত্রকে খুবই শুভ বলে মনে করা হয়।
শিবলিঙ্গকে একা রাখা থেকে বিরত থাকুন৷ বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করার সময় মনে রাখবেন, শিবলিঙ্গকে কখনও একা রাখবেন না। এর পাশাপাশি মা পার্বতী ও গণেশের মূর্তিও রাখুন। এ ছাড়া, ভুল করেও শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ করা উচিত নয়, শিবলিঙ্গে সর্বদা শুধু বেলপত্র নিবেদন করা উচিত। বেলপত্রকে খুবই শুভ বলে মনে করা হয়।
শিবলিঙ্গে দেওয়া প্রসাদ খাবেন না। পূজার সময় শিবলিঙ্গে নিবেদিত প্রসাদ খাওয়া কখনও উচিত নয়। শিবলিঙ্গে নিবেদিত প্রসাদ জীবন কষ্টকর করে তুলতে পারে এবং দুর্ভাগ্য তৈরি হয়।
শিবলিঙ্গে দেওয়া প্রসাদ খাবেন না। পূজার সময় শিবলিঙ্গে নিবেদিত প্রসাদ খাওয়া কখনও উচিত নয়। শিবলিঙ্গে নিবেদিত প্রসাদ জীবন কষ্টকর করে তুলতে পারে এবং দুর্ভাগ্য তৈরি হয়।
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।