East Bengal: আনোয়ারই হলেন ভিলেন! আইএসএলে পরপর ২ ম্যাচে হার ইস্টবেঙ্গলের

মরশুম বদলে যাচ্ছে। শুধু বদলাচ্ছে না ইস্টবেঙ্গলের ভাগ্য। ফুটবল দেবতা যেন আইএসএলের মঞ্চে কিছুতেই সহায় হচ্ছে লাল-হলুদ শিবিরের। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে হারের মুখ দেখতে হল কার্লোস কুয়াদ্রাতের দলকে। এদিন গোল করে এগিয়ে গিয়েও হার ইস্টবেঙ্গলের। খেলার ফল কেরালা ব্লাস্টার্স ২, ইস্টবেঙ্গল ১।

কেরালার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে আনওয়ার আলি প্রথমবার মাঠে নামলেন লাল-হলুদের জার্সি গায়ে। দীর্ঘ টানাপোড়েনের পর আনোয়ারকে খেলানোর ছাড়পত্র পায় ইস্টবেঙ্গল। জাতীয় দলের ডিফেন্ডারকে খেলানোর সুযোগ পেয়েই হাতছাড়া করেননি কুয়াদ্রাত। কিন্তু যে আনোয়ারের জন্য এত লড়াই এদিন তিনিই হলেন ভিলেন। আনোয়ারের পায়ের ফাঁক দিয়ে গোল হওয়াতেই ম্যাচ হারতে হল ইস্টবেঙ্গলকে।

এদিন ম্যাচের প্রথম থেকেই হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই দলের মধ্যে। ম্যচের প্রথমার্ধে দুই দল সুযোগ তৈরি করলেও কেউ গোলের মুখ খুলতে পারেনি। দ্বিতীয়ার্ধেই আসে ৩টি গোল। ৫৯ মিনিটে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দিয়েছিলেন পিভি বিষ্ণু। কিন্তু সেই উল্লাস বেশি সময় স্থায়ী হয়নি লাল-হলুদ শিবিরের। ম্যাচের ৬৩ মিনিটে কার্যত একক দক্ষতায় গোল করে কেরালাকে সমতায় ফেরান নোয়া সাদাউই।

আরও পড়ুনঃ IND vs BAN: পুরোনো ‘রোগে’ আক্রান্ত কোহলি! কীভাবে সারবে সমস্যা? ‘ওষুধ’ দিলেন শাস্ত্রী ‘স্যার’

এরপর ফের আক্রমণ-প্রতিআক্রমণে চলতে থাকে খেলা। কিন্তু ম্যচের ৮৮ মিনিটে বড় ভুল করে বসেন আনোয়ার আলি। তাঁর ভুলেই বক্সের মধ্যে বল পান কেরালার কোয়ামে পেপরাহ। তাঁর জোড়াল শট আনোয়ারের দু-পায়ের ফাঁক দিয়ে গলে জালে জড়িয়ে যায়। এরপর আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি ইস্টবেঙ্গলের। ভাল দল গড়েও পরপর ২ ম্যাচ হেরে হতাশ লাল-হলুদ সমর্থকরা।