মাঠে নেমে পড়লেন কীর্তি আজাদ৷

Kirti Azad: শপথ নেওয়ার আগেই শুরু কাজ! মানুষের ভরসার দাম দিতে চান দিলীপকে হারানো কীর্তি

বর্ধমান: সাংসদ নির্বাচিত হওয়ার পরই কাজ শুরু করে দিলেন নব নির্বাচিত তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। পূর্ব বর্ধমানের তালিতে রেলগেট পরিদর্শন করলেন তিনি। এখানে যানজটে আটকে একাধিকবার প্রাণ গেছে অসুস্থ মানুষের। গুরুত্বপূর্ণ কাজে বেরিয়ে গন্তব্যে পৌঁছতে দেরি হয়েছে অনেকের। এই রেলগেটের ওপর উড়ালপুলের  দাবি দীর্ঘদিনের। সাংসদের আশ্বাস, যত দ্রুত সম্ভব উড়াল পুলের কাজ শেষ করতে তিনি সংশ্লিষ্ট দফতরে তদ্বির করবেন। খুব তাড়াতাড়ি কাজ শেষ করার দিকে তাঁর লক্ষ্য থাকবে।

সাংসদ নির্বাচিত হওয়ার পাঁচদিনের মাথায় তালিত রেল গেট পরিদর্শন করলেন নবনির্বাচিত তৃণমূল  সাংসদ কীর্তি আজাদ। বিজেপির দিলীপ ঘোষকে হারিয়ে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন  কীর্তি৷ তিনি এ দিন জানান, তালিত রেলগেট শুরু থেকেই তাঁর ভাবনার মধ্যে ছিল। এখানকার মানুষ, বিধায়ক,জনপ্রতিনিধিরা তাঁকে বিষয়টি জানিয়েছিলেন।

তিনি নিজের প্রচার চলাকালীন এই জায়গাতেই যানজটে আটকে পড়েন। তিনি এ দিন বলেন,  ‘এই উড়ালপুল রেল বানাবে না, বানাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এই ক্ষেত্রে রেলই সাধারণত পুল বানায়। এমন একটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং এখানকার আগের সাংসদ গড়িমসি করেছেন। এই নিয়ে একটি প্রস্তাব সড়ক রেলকে দেয়। রেল আবার সড়ককে পাঠায়। এভাবে ফুটবল খেলেছে ওরা।’

তিনি আরও জানান,  এই নিয়ে তিনি সংসদে দাবি তুলবেন। রেল এবং সড়ক মন্ত্রকে যাবেন।

আরও পড়ুন: রাজ্যের ফের ভোট, মানিকতলা সহ চার কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করল কমিশন

কীর্তি আজাদ বলেন, ‘এই কেন্দ্রীয় সরকারের কর্তারা অনেক প্রতিশ্রুতি দেন। কিন্তু কাজ করেন না।’ কোনও বিশ্রাম না নিয়ে তিনি আজ এই বিষয়ে অগ্রণী হয়েছেন বলে দাবি করেন তৃণমূল সংসদ। একই সঙ্গে শক্তিগড় এবং কালনা গেট রেল গেটের উড়াল পুলের দাবি নিয়েও তিনি সরব হবেন বলে কীর্তি আজাদ দাবি করেন।

তিনি বলেন,  ‘আমি পালিয়ে যাওয়ার মতো মানুষ নই। এত মানুষের সমর্থন পেয়েছি। তার মূল্য দেওয়া আমার কর্তব্য।’

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তিন বছর আগেই তালিত রেলগেটের টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। জমি অধিগ্রহণ সংক্রান্ত কিছু সমস্যা ছিল। তা মিটে গিয়েছে। সংশ্লিষ্ট সংস্থা কাজ শুরু করেছে। মাটি পরীক্ষাও হয়ে গিয়েছে।