প্রথম ছবিতে রেখার সঙ্গে কাজ৷ এবং খুব অন্তরঙ্গ দৃশ্যে দেখা যায় রেখাকে৷ কর্মজীবনে শুরুতেই ছক্কা হাঁকান এই অভিনেতা৷ তারপর যেন ভাগ্য কেমন সঙ্গ দিল না৷ টিমটিম করে খ্যাতির শিখা জ্বলল তাঁর৷ একসময় মাধুরী দিক্ষিতের ড্রাইভার পর্যন্ত হতে হয়!

Bollywood Gossip: রেখার সঙ্গে প্রথম ছবি, এক সময়ের মাধুরী দিক্ষিতের ড্রাইভার, সুপার ফ্লপ হয়েও এই হিরো বলিউডে উজ্জ্বল!

প্রথম ছবিতে রেখার সঙ্গে কাজ৷ এবং খুব অন্তরঙ্গ দৃশ্যে দেখা যায় রেখাকে৷ কর্মজীবনে শুরুতেই ছক্কা হাঁকান এই অভিনেতা৷ তারপর যেন ভাগ্য কেমন সঙ্গ দিল না৷ টিমটিম করে খ্যাতির শিখা জ্বলল তাঁর৷ একসময় মাধুরী দিক্ষিতের ড্রাইভার পর্যন্ত হতে হয়!
ছবির জগতে অনেক অভিনেতা-অভিনেত্রী স্বপ্ন নিয়ে পা রাখেন। কেউ সাফল্য পান, সুপারস্টার হন, কেউ শেষদিন পর্যন্ত লড়াই চালিয়ে যান। এমন একজন অভিনেতা সম্পর্কে আজ জানাব যিনি ১৯৮৪ সালে রেখার সঙ্গে ছবির জগতে আত্মপ্রকাশ করেন। সফলভাবে শুরু হয় তাঁর যাত্রা৷ পরে তিনিই মাধুরী দীক্ষিত, পদ্মিনী কোলহাপুরে, ডিম্পল কাপাডিয়ার সঙ্গে কাজ করেন পরে তিনি ফ্লপ প্রমাণিত হন। তবে বর্তমানে তাঁর একটি সিরিজ রমরম করে চলছে৷ তাঁর অভিনয়ও প্রসংশিত হচ্ছে৷
যে অভিনেতার কথা হচ্ছে তিনি শুধু ছবি নয়, টিভিতেও কাজ করেছেন৷ অভিনেতা হিসেবে তাঁর দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন নেই। এই অভিনেতাও একসময় নিয়মিত সুপারস্টার মাধুরী দীক্ষিতকে ফিল্ম সেটে নিয়ে যেতেন।
যে অভিনেতার কথা হচ্ছে তিনি শুধু ছবি নয়, টিভিতেও কাজ করেছেন৷ অভিনেতা হিসেবে তাঁর দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন নেই। এই অভিনেতাও একসময় নিয়মিত সুপারস্টার মাধুরী দীক্ষিতকে ফিল্ম সেটে নিয়ে যেতেন।
তিনি আর কেউ নন, অভিনেতা শেখর সুমন৷ ১৯৮৪ -এ শশী কাপুর প্রযোজিত এবং গিরিশ কারনাড পরিচালিত রেখার ছবি 'উৎসব' দিয়ে কর্মজীবন শুরু করেন শেখর। শেখর সুমন এবং রেখার অন্তরঙ্গ দৃশ্যগুলি বেশ ভাইরাল হয়েছিল। প্রথম ছবি পেতে খুব বেশি পরিশ্রম করতে হয়নি শেখরের, নিজে সেকথা উল্লেখ করেছিলেন৷
তিনি আর কেউ নন, অভিনেতা শেখর সুমন৷ ১৯৮৪ -এ শশী কাপুর প্রযোজিত এবং গিরিশ কারনাড পরিচালিত রেখার ছবি ‘উৎসব’ দিয়ে কর্মজীবন শুরু করেন শেখর। শেখর সুমন এবং রেখার অন্তরঙ্গ দৃশ্যগুলি বেশ ভাইরাল হয়েছিল। 
প্রথম ছবি পেতে খুব বেশি পরিশ্রম করতে হয়নি শেখরের, নিজে সেকথা উল্লেখ করেছিলেন৷
প্রথম ছবি পেতে খুব বেশি পরিশ্রম করতে হয়নি শেখরের, নিজে সেকথা উল্লেখ করেছিলেন৷
'উৎসব' মুক্তির আগে তাঁকে 'মানব হাত্য'-ছবির অফার পান৷ যার বাজেট খুবই কম ছিল। এই ছবিতে তিনি মাধুরী দীক্ষিত ছিলেন তাঁর বিপরীতে৷ সে সময় মাধুরীও ছিলেন উঠতি৷ তবে শুটিংয়ের বাজেট কম থাকায় শেখরই মাধুরীকে নিয়মিত বাইকে করে সেটে নিয়ে যেতেন৷
‘উৎসব’ মুক্তির আগে তাঁকে ‘মানব হাত্য’-ছবির অফার পান৷ যার বাজেট খুবই কম ছিল। এই ছবিতে তিনি মাধুরী দীক্ষিত ছিলেন তাঁর বিপরীতে৷ সে সময় মাধুরীও ছিলেন উঠতি৷ তবে শুটিংয়ের বাজেট কম থাকায় শেখরই মাধুরীকে নিয়মিত বাইকে করে সেটে নিয়ে যেতেন৷
কর্মজীবন শুরুর পর ১৯৮৯ সাল পর্যন্ত সফল ছিলেন শেখর কিন্তু তারপর কর্মজীবন আশানুরূপ ফল দেয়নি৷ পরপর ছবি ফ্লপ হওয়ায় তিনিও ছিটকে যান বড়পর্দা থেকে৷ এরপর তিনি টেলিভিশনে চলে আসেন। টিভি শোতে অভিনয় করেন৷ তাঁর টক শো 'মুভারস অ্যান্ড শেকারস'-এ দারুণ সাফল্য পান।
কর্মজীবন শুরুর পর ১৯৮৯ সাল পর্যন্ত সফল ছিলেন শেখর কিন্তু তারপর কর্মজীবন আশানুরূপ ফল দেয়নি৷ পরপর ছবি ফ্লপ হওয়ায় তিনিও ছিটকে যান বড়পর্দা থেকে৷ এরপর তিনি টেলিভিশনে চলে আসেন। 
টিভি শোতে অভিনয় করেন৷ তাঁর টক শো 'মুভারস অ্যান্ড শেকারস'-এ দারুণ সাফল্য পান।
টিভি শোতে অভিনয় করেন৷ তাঁর টক শো ‘মুভারস অ্যান্ড শেকারস’-এ দারুণ সাফল্য পান।
শেখর সুমন নিজের ক্যারিয়ার গড়তে অত্যন্ত সংগ্রাম করেন। একই রকম ভাগ্যের বিড়ম্বনায় পড়েছেন তাঁর ছেলে অধ্যায়ন সুমনও৷ বাবার মতো তিনিও ফ্লপ অভিনেতার তকমা পেয়েছেন৷
শেখর সুমন নিজের ক্যারিয়ার গড়তে অত্যন্ত সংগ্রাম করেন। একই রকম ভাগ্যের বিড়ম্বনায় পড়েছেন তাঁর ছেলে অধ্যায়ন সুমনও৷ 
বাবার মতো তিনিও ফ্লপ অভিনেতার তকমা পেয়েছেন৷
বাবার মতো তিনিও ফ্লপ অভিনেতার তকমা পেয়েছেন৷
যদিও শেখর সুমন এবং অধ্যায়ন সুমন সম্প্রতি সঞ্জয় লীলা বানসালির 'হিরামান্ডি' ওয়েব সিরিজে 
যদিও শেখর সুমন এবং অধ্যায়ন সুমন সম্প্রতি সঞ্জয় লীলা বানসালির 'হিরামান্ডি' ওয়েব সিরিজে তাঁদের ভূমিকার জন্য প্রশংসিত হচ্ছেন।তাঁদের ভূমিকার জন্য প্রশংসিত হচ্ছেন।
যদিও শেখর সুমন এবং অধ্যায়ন সুমন সম্প্রতি সঞ্জয় লীলা বানসালির ‘হিরামান্ডি’ ওয়েব সিরিজে তাঁদের ভূমিকার জন্য প্রশংসিত হচ্ছেন।