ব্যবসা-বাণিজ্য Home Loan হয়ে যাবে ফ্রি ? এক নজরে দেখে নিন সেই উপায় ! Gallery October 17, 2024 Bangla Digital Desk চাকরিজীবীরা বাড়ি কেনার জন্য হোম লোনের সাহায্য নেয়। হোম লোনের সাহায্যে বাড়ি কেনা সহজ কিন্তু, এটি একটি অত্যন্ত ব্যয়বহুল পদ্ধতি। কেউ যদি ২৫ বছরের জন্য ৯.৫ শতাংশ সুদের হারে ৬০ লাখ টাকার হোম লোন নেয়, তাহলে তাকে প্রতি মাসে প্রায় ৫২,৪২২ টাকার ইএমআই দিতে হবে। ২৫ বছরের জন্য ৫২,৪২২ টাকার ইএমআই দিয়ে গেলে তাকে শুধুমাত্র ৯৭,২৬,৫৪০ টাকার সুদ দিতে হবে। তার মানে ৬০ লাখ টাকার হোম লোন নিয়ে তাকে ৯৭,২৬,৫৪০ টাকার সুদ সহ মোট ১.৫৭ কোটি টাকা দিতে হবে। কিন্তু, এমন একটি উপায় রয়েছে যার মাধ্যমে হোম লোন হয়ে যেতে পারে সম্পূর্ণ ফ্রি। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়। হোম লোনের সঙ্গে SIP –হোম লোন মানে টাকা ধার নেওয়া। তা সুদমুক্ত হতে পারে না। সেই লোনের টাকা সুদে-আসলে শোধ করতেই হবে। কিন্তু এখানে এমন এক সহজ বিনিয়োগের পদ্ধতি রয়েছে, যা চালিয়ে যেতে পারলে সুদের টাকা দেওয়া আর গায়ে লাগবে না। কেউ যদি ২৫ বছরের জন্য ৬০ লাখ টাকার হোম লোন নেয়, তবে তাকে ৯.৫ শতাংশ সুদের হারে প্রতি মাসে প্রায় ৫২,৪২২ টাকার ইএমআই দিতে হবে। সে যদি EMI-এর ১১ শতাংশ অর্থাৎ ৫৭৬৬ টাকা দিয়ে SIP শুরু করে, তাহলে ২৫ বছরে অর্থাৎ লোনের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত হোম লোনের জন্য প্রদত্ত ৯৭,২৬,৫৪০ টাকার মধ্যে প্রায় ৯২,১১,৯৬৪ টাকা পুনরুদ্ধার করতে পারবে। ২৫ বছরে ১.০৯ কোটি টাকার কর্পাস –কেউ যদি হোম লোন নিয়ে ৫৭৬৬ টাকার একটি এসআইপি শুরু করে এবং প্রতি বছর গড়ে ১২ শতাংশ সুদ পায়, তাহলে ২৫ বছরে মোট এসআইপি বিনিয়োগ হবে ১৭,২৯,৮০০ টাকা। যার উপর প্রায় ৯২,১১,৯৬৪ টাকা সুদ হিসাবে পাওয়া যাবে। এতে ১৭,২৯,৮০০ লাখ টাকা বিনিয়োগ এবং ৯২,১১,৯৬৪ টাকা রিটার্ন সহ, মোট ১.০৯ কোটি টাকা হবে৷ ২৬ বছরে ১,০৬,০৪,৩২০ টাকা রিটার্ন –শুধু তাই নয়, কেউ যদি সেই এসআইপি আরও ১ বছরের জন্য বাড়িয়ে দেয় অর্থাৎ ২৬ বছরের জন্য বিনিয়োগ চালিয়ে যায়, তাহলে আনুমানিক ১২ শতাংশ রিটার্ন অনুযায়ী প্রায় ১,০৬,০৪,৩২০ টাকা রিটার্ন পাওয়া যাবে। এইভাবে, শুধুমাত্র ২৬ বছরে নিজেদের হোম লোন সম্পূর্ণ ফ্রি করার সঙ্গে সঙ্গে অনেক বেশি টাকা সঞ্চয় করা সম্ভব হবে।