লাইভ টিভিতে খবর পড়তে পড়তেই জ্ঞান হারিয়ে ফেললেন অভিনেত্রী-সঞ্চালিকা লোপামুদ্রা সিনহা

Doordarshan Lopamudra Sinha: লাইভ নিউজের মাঝেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন অভিনেত্রী-সঞ্চালিকা লোপামুদ্রা! দূরদর্শনে হিটওয়েভের খবর পড়তে পড়তেই যা ঘটল…!

কলকাতা: লাইভ টিভিতে খবর পড়তে পড়তেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন অভিনেত্রী-সঞ্চালিকা লোপামুদ্রা সিনহা। কলকাতা দূরদর্শনে ঘটল এই ঘটনা। টিভি-তে খবর সম্প্রচারিত হওয়ার সময়েই অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন লোপামুদ্রা। সঙ্গে সঙ্গে সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। তীব্র গরমে শরীরে জলাভাব দেখা দিতেই এমন ভয়ানক ঘটনা।

বৃহস্পতিবার সংবাদ পড়ার ঘটনাটি ঘটে। শুক্রবার নিজেই ফেসবুকে লাইভ করে অসুস্থতার কারণ জানান। এমনকি দর্শকদের কাছে ক্ষমাও চেয়ে নেন লোপামুদ্রা। তাঁর মতে, তাঁর ভুল, জল বা ওআরএস নিয়ে না বসা। কিন্তু তাঁরই কথায় জানা যায়, সেদিন ফ্লোরের এসি কাজ করছিল না, ফলে দমবন্ধ করা গরম হাঁসফাঁস অবস্থা হয়েছিল।

আরও পড়ুন: প্রবল গরমে কিডনি থাকবে সতেজ! কেবল ‘এই’ ৫ ফলেই শরীরে ম্যাজিক ঘটবে, কাছে ঘেঁষবে না বড়সড় অসুখ, এক নজরে তালিকা

লোপামুদ্রার কথায়, ‘‘মারাত্মক গরম, এবং সেই সঙ্গে আনুষঙ্গিক কতগুলো কারণ ছিল। আমার বিপি (ব্লাড প্রেশার অথবা রক্তচাপের মাত্রা) মারত্মক কমে যায়। লাইভ নিউজের মাঝে আমি জ্ঞান হারিয়ে ফেলি। কিছুক্ষণ আগে থেকেই বুঝতে পারছিলাম, আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে। মনে হচ্ছিল, একটু জল খেয়ে নিলে হয়তো ঠিক হবে। এমনিতে যখন আমি নিউজ পড়ি, নিউজ টেবিলে আমি জল নিয়ে কোনওদিনই বসি না। মানে আমার দরকার পড়ে না। তা সে আধ ঘণ্টার নিউজ বা ১৫ মিনিটের। ২১ বছরের কেরিয়ারে কখনওই দরকার পড়েনি। যখন মনে হয়, জলের দরকার, তখন আমি ফ্লোর ম্যানেজারের কাছ থেকে জল চেয়ে নিই। যখন ভিস্যুয়াল যায়, আমার উপর ক্যামেরা থাকে না, সেই সময় এটা করি। কিন্তু কাল সবকটাই জেনারেল স্টোরি ছিল। কোনও বাইট যাচ্ছিল না। বাইট চললে জল নিতে পারতাম। তাও একটা সুযোগ পেয়েই জল খেয়েছি। তারপরে আরও চারটি স্টোরি ছিল। কিন্তু তৃতীয়টা ছিল হিটওয়েভের স্টোরি। এইটা পড়তে পড়তে দেখলাম, কথাটা জড়িয়ে যাচ্ছে। তাও ভেবেছিলাম, চতুর্থ নিউজটা পড়েই উঠব। যা-ই হয়ে যাক, ওটাই তখন আমার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।’’

কিন্তু শরীর খারাপ তো বলে কয়ে আসে না। লোপামুদ্রা শেষ নিউজটা আর পড়তে পারেননি। জিভ জড়িয়ে যাচ্ছিল, টেলি প্রম্পটারের লেখা ঝাপসে হয়ে যাচ্ছিল। তার আগেই জ্ঞান হারিয়ে ফেলে চেয়ারেই লুটিয়ে পড়েন। কাকতালীয় ভাবে একটি অ্যানিমেশন চলে হুট করে। তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে নিউজের প্রোডিউসার সম্প্রচার বন্ধ করে দিয়েছেন।

লোপামুদ্রার কথায় জানা যায়, ফ্লোরে এসি থাকা সত্ত্বেও সেদিন এসি খারাপ ছিল বলে চলছিল না। আর সেখানে ভারী ভারী লাইট জ্বলছিল বলে ফ্লোর খুবই গরম হয়ে গিয়েছিল। তার উপরে জল বা ওআরএস না নিয়ে বসার কারণেই এই ঘটনাটি ঘটেছে।