Kolkata pathuriaghata Building Collapse

Kolkata Building Collapse: গার্ডেনরিচ, বৌবাজারের পর এবার পাথুরিয়াঘাটা স্ট্রিট… হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ির একাংশ, ঘটনাস্থলে দমকল-পুলিশ

কলকাতা: পাথুরিয়াঘাটা স্ট্রিটে ভেঙে পড়ল বাড়ির একাংশ। ঘটনাস্থলে পুলিশ, দমকল, ডিএমজি। জানা যায়, বাড়িটি বহুদিনের পুরনো। পাশেই  চলছিল আরেকটি বাড়ির বাড়ির নির্মাণ কাজ। অনুমান করা হচ্ছে, বাড়িটি বানানোর সময় মেশিনের ভাইব্রেশনের ফলেই দুর্বল হয়ে পড়ে বহুপ্রাচীন বাড়িটি। শুক্রবার সন্ধ্যাবেলায় ভেঙে পড়ে বাড়ির একাংশ। সূত্রের খবর, বাড়ির ধ্বংসস্তূপে আটকে পড়েছিলেন ২জন। দমকল তাঁদের উদ্ধার করে।

Kolkata pathuriaghata Building Collapse
Kolkata pathuriaghata Building Collapse

এই ঘটনার ৩ দিন আগে, উত্তর কলকাতার বৌবাজারের রামকানাই অধিকারী লেনের একটি পুরনো বাড়ির দেওয়াল সমেত ঘরের একাংশ আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঠিক ১৫ দিন আগে, গত ১৭ মার্চ রাতে দক্ষিণ কলকাতার গার্ডেনরিচ এলাকায় ভেঙে পড়েছিল একটি নির্মীয়মাণ বহুতল। সেই ঘটনায় ১২ জনের মৃত্যু হয়। দিন কয়েক আগে দমদমের কাছে বিরাটিরও একটি বাড়ির কার্নিস ভেঙে মারা যান এক জন।