রবীন্দ্রসরোবর লেক এলাকায় ক্রিকেট লিগ?

Rabindra Sarobar: রবীন্দ্রসরোবরে ‘সেলিব্রেটি’ ক্রিকেট লিগ বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, অনুশীলনেও ‘না’ আদালতের

কলকাতা: রবীন্দ্রসরোবর লেক এলাকায় ক্রিকেট লিগ বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, আপাতত ওই এলাকায় সেলিব্রেটি ক্রিকেট লিগের আয়োজন করা যাবে না। এমনকি সেখানে অনুশীলন করতে পারবেন না ক্রিকেটাররাও। ওই বিষয়ে রাজ্যের কাছে হলফনামা চাইল হাইকোর্ট। আগামী ২৫ জুলাই মামলার পরবর্তী শুনানি।

রবীন্দ্র সরোবরের ৯৮ কাঠা জমিতে অনুশীলনের জন্য ব্যবহার করতে পারবেন সেলিব্রিটি ক্রিকেটরা। সম্প্রতি ওই মর্মে নোটিস দেয় কেএমডিএ। তাদের ওই সিদ্ধান্তের ফলে পরিবেশ নষ্ট হচ্ছে এই অভিযোগ তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। সবুজ মঞ্চ নামে একটি সংগঠন মামলাটি করে। সেই মামলার পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার রায় দেয় হাইকোর্ট।

আরও পড়ুন: বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে ঘূর্ণাবর্ত…! অতিভারী বৃষ্টি সতর্কতা জেলায় জেলায়! লাগাতার ঝড়-জল থামবে কবে? বিগ আপডেট দিল আলিপুর

প্রসঙ্গত, রবীন্দ্র সরোবর লেক সংলগ্ন জমি ক্রিকেট অনুশীলনের জন্য ব্যবহার করে থাকেন তারকারা। বস্তুত অভিনয় জগতের তারকাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ এই লিগের আয়োজন করা হয়ে থাকে ফি বছর। কিন্তু এক্ষেত্রে মামলাকারী সংগঠনের বক্তব্য, ওই এলাকায় তারকাদের ক্রিকেট লিগের অনুশীলনের ফলে পরিবেশ নষ্ট হচ্ছে। গাছ কাটা হচ্ছে নির্বিচারে।

মামলায় প্রধান বিচারপতি বলেন, ‘‘এই সব জনগণের সম্পত্তি বেসরকারি কাজে কখনই ব্যবহার করা যেতে পারে না। ওই তারকা ক্রিকেটারেরা রাজ্যের সরকারি জায়গা ইচ্ছা মতো ব্যবহার করার অনুমতি পাবেন, এটা হতে পারে না।’’ এই বিষয়ে রাজ্য সরকারের বক্তব্য জানতে চেয়েছে আদালত। পরবর্তী শুনানির দিন রাজ্যকে হলফনামা দিয়ে বক্তব্য জানাতে হবে বলেই আদালত সূত্রে জানানো হয়েছে ।