R G Kar murder arrest: আরজি করে ডাক্তারি পড়ুয়াকে নির্যাতন, খুনের ঘটনায় ধৃত ১! হেডফোনের সূত্র ধরে জালে তুলল পুলিশ

কলকাতা: আরজি কর হাসপাতালে তরুণী ডাক্তারি পড়ুয়ার হত্যাকাণ্ডে একজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ৷ ধৃতের নাম সঞ্জয় রায়৷ আর জি কর হাসপাতালে তরুণী ডাক্তারি পড়ুয়াকে নির্যাতন করে খুনের চাঞ্চল্যকর অভিযোগ ওঠার চব্বিশ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতা পুলিশ৷

জানা গিয়েছে, ধৃত সঞ্জয় রায় হাসপাতালের কেউ নয়৷ যদিও বহিরাগত ওই ব্যক্তির হাসপাতালে অবাধ যাতায়াত ছিল৷ গতকাল রাতে তাকে আটক করে লালবাজারে নিয়ে যায় কলকাতা পুলিশ৷ এর পর জিজ্ঞাসাবাদে নিজের দোষ স্বীকার করে নেয় অভিযুক্ত৷ তার পরই তাকে গ্রেফতার করা হয়৷ আজই অভিযুক্তকে আদালতে তোলা হবে৷

কলকাতা পুলিশ সূত্রের খবর, একটি হেডফোনের তারের সূত্র ধরেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷ যদিও এই তরুণী চিকিৎসক পড়ুয়াকে নির্যাতন করে খুনের ঘটনায় আর কেউ যুক্ত কি না, তা এখনও স্পষ্ট নয়৷

আরও পড়ুন: খুনের আগে বেধড়ক মারধর? আততায়ী কি ছিল পূর্ব পরিচিত? আর জি কর কাণ্ডে ভয়াবহ রিপোর্ট

গতকাল সকালে আরজি কর হাসপাতালের চার তলায় সেমিনার রুম থেকে ওই তরুণী চিকিৎসক পড়ুয়ার অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়৷ উত্তর চব্বিশ পরগণার বাসিন্দা ওই ডাক্তারি পড়ুয়া আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চেস্ট ডিপার্টমেন্টের পোস্ট গ্রাজুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। ওই চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে৷ এই ঘটনায় রাজ্য রাজনীতিও উত্তপ্ত হয়ে ওঠে৷ রাতে ময়নাতদন্তের রিপোর্টেও ওই ছাত্রীকে যৌন নির্যাতন করে নৃশংস ভাবে হত্যার প্রমাণ পাওয়া যায়৷

এই ঘটনায় প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে হাসপাতালে জরুরি পরিষেবা ছাড়া অন্যান্য পরিষেবা বন্ধ করে দেন ডাক্তারি পড়ুয়ারা৷ বিষয়টি নিয়ে মাঠে নামে বিরোধী পক্ষও৷ রাতে হাসাপাতাল থেকে ডাক্তারি পড়ুয়া দেহ বার করার সময়ও বাম এবং বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের৷

যদিও গতকাল বিকেলেই নিহত ছাত্রীর বাবা মায়ের সঙ্গে ফোন কথা বলে দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাতে ওই ছাত্রীর বাবা টালা থানায় ধর্ষণ এবং খুনের অভিযোগ দায়ের করেন৷ এর কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে জালে তোলে পুলিশ৷