প্রতীকী ছবি৷

Kolkata heat wave: এপ্রিলেই ৪১ ডিগ্রি! এবারই প্রথম, নাকি এমন গরমে আগেও পুড়েছে কলকাতা?

কলকাতা: এপ্রিল মাসে কলকাতার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস! কোন বছরে কতদিন ছিল এপ্রিল মাসে ৪১-এর ঘরে কলকাতার তাপমাত্রা?

৪০.৮ ডিগ্রিতে কলকাতার তাপমাত্রা। সামান্য এগুলি ৪১ ডিগ্রি সেলসিয়াসে। কলকাতায়-এর আগে ৪১ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে কবে উঠেছিল পারদ!

আবহাওয়া দফতরের পরিসংখ্যান বলছে, ২০২৩ অর্থাৎ গত বছরের ১৫  এপ্রিল ৪১ ছুঁয়েছিল কলকাতার তাপমাত্রা। তার আগে ২০১৬ সালের ১২ এপ্রিল ৪১.৩ ডিগ্রি সেলসিয়াসে চড়েছিল পারদ।

আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডারের পর ফের মহিলাদের জন্য বিরাট চমক তৃণমূলের! শুরু হল সিঙ্গুর থেকে

২০১৬ এবং ২০২৩ সালে একদিনের জন্যই ৪১ ডিগ্রির ঘরে ছিল কলকাতার তাপমাত্রা। কিন্তু আবহাওয়া দফতরের পরিসংখ্যানে দেখা যাচ্ছে ২০১৪ সালে কলকাতা ছিল উষ্ণতম। সেই বছর বেশ কয়েকদিন কলকাতার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে ছিল। এপ্রিল মাসে ২৫- ২৬-২৭ পরপর তিন দিন ৪১ ডিগ্রির ঘরে ছিল কলকাতার তাপমাত্রা। ২০০৯ সালেও ২০ এবং ২৮ এপ্রিল তাপমাত্রা ৪১-এর ঘরে ছিল কলকাতায়।

এবার এক নজরে দেখে নিন কোন বছরে এপ্রিল মাসের কোন দিনে ৪০ ডিগ্রি বা তার ওপরে ছিল কলকাতার তাপমাত্রা।

প্রথমেই ২০০৯ সালের প্রসঙ্গে আসা যাক। ২০০৯ সালের ১৯ এপ্রিল কলকাতা তাপমাত্রা ছিল ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস। ২০০৯ সালের ২০ এপ্রিল কলকাতা তাপমাত্রা ছিল ৪১.২ ডিগ্রি সেলসিয়াস।২০০৯ সালের ২২ এপ্রিল কলকাতা তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস।

  • ২০০৯ সালের ২৮ এপ্রিল কলকাতার তাপমাত্রা ছিল ৪১.১ ডিগ্রি সেলসিয়াস।
  • ২০১৪ সালের ২৫  এপ্রিল কলকাতার তাপমাত্রা ছিল ৪১.১ ডিগ্রি সেলসিয়াস।
  • ২০১৪ সালের ২৬ এপ্রিল কলকাতা তাপমাত্রা ছিল   ৪১.২ ডিগ্রি সেলসিয়াস।
  • ২০১৪ সালের ২৭ এপ্রিল কলকাতার তাপমাত্রা ছিল  ৪১.১ ডিগ্রি সেলসিয়াস।
  • ২০১৬ সালের ১২ এপ্রিল কলকাতা তাপমাত্রা ছিল   ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস।
  • ২০২৩ সালের ১৫ এপ্রিল কলকাতা তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস।