Kolkata water logging: রিমলের দোসর কোটাল, ভাসতে পারে কলকাতা! দেখুন ভিডিও

একে ঘূর্ণিঝড় রিমলের প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা, তার উপরে গঙ্গায় ভরা কোটাল৷ যার জেরে জলমগ্ন হয়ে পড়তে পারে কলকাতার বিস্তীর্ণ অংশ৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ দুপুরে গঙ্গায় জোয়ারের সময়ই কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ ফলে, গঙ্গার সমস্ত লকগেট গুলি বন্ধ রাখতে হবে৷ যার ফলে বৃষ্টিতে জমা জল লকগেট দিয়ে গঙ্গায় ফেলা যাবে না৷ যার ফলে জলমগ্ন হয়ে পড়তে পারে কলকাতার নিচু এলাকাগুলি৷ মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, জোয়ারের সময় লকগেট খুলে রাখলে উল্টে গঙ্গার জল শহরে ঢুকে পড়তে পারে৷