নির্যাতিতার বাবাকে ফোন কুণালের

Kunal Ghosh: নির্যাতিতার বাবাকে ফোন কুণাল ঘোষের! জানালেন তাঁরও স্বর, ‘জাস্টিস ফর আরজি কর’

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নির্যাতিতার বাবার সঙ্গে ফোনে কথা বললেন তৃণমূল কংগ্রেস রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়েছে ধর্ষিত ও খুন হওয়ার তরুণী চিকিৎসকের বাবার সঙ্গে। কুণালের দাবি, রাজনৈতিক ভাবে প্রতিবাদ করতে গিয়ে যদি কোনও কথায় নির্যাতিতার পরিবারের মনে হয় তদন্ত থেকে নজর ঘোরাতে চাইছেন তিনি, তাঁরা যেন তখনই কুণাল ঘোষকে ফোন করেন বলে আবেদন জানান।

আরজি কর কাণ্ড প্রসঙ্গে এক্স হ্য়ান্ডেলে পোস্ট বিতর্ক নিয়েও মুখ খুলেছেন কুণাল ঘোষ। তাঁর বক্তব‍্য উঠে এসেছে বাম আমলের প্রসঙ্গ। তৃণমূল নেতা বলেন, ‘‘ব্যতিক্রমী ঘটনা। বাজে ঘটনা। অতীতে হয়েছে। ভারতবর্ষের অনেক জায়গায় হয়েছে। হবে কেন?এখন যে দুটো আন্দোলন চলছে। একটা নাগরিক আন্দোলন। তার পাল্টা কর্মসূচি কেন হবে! বাম আমলেও ভুরি ভুরি ঘটনা আছে। বাম, কংগ্রেস, বিজেপির আন্দোলনের পাল্টা হতে পারে।’’

আরও পড়ুন: আরজি কর-কাণ্ডের পর থেকেই কলকাতা পুলিশের ‘মুখ’ ইন্দিরা মুখোপাধ্যায়, MNC-র চাকরি ছাড়া এই IPS-এর পরিচয় জানেন?

আরজি-কর কাণ্ডের প্রেক্ষিতে ধারাবাহিক ভাবে বিবৃতি দিচ্ছেন কুণাল। রবিবার তিনি বলেন, ‘‘প্রশাসন এমন কাজ করবে কেন যে অবস্থা সামাল দিতে শাসকদলকেও ‘বিচার চাই’ বলে কর্মসূচি নিতে হবে? তা-ও দলের সবাই সমান ভাবে নামে না।’’ আরজি করের ঘটনার প্রেক্ষিতে নাগরিক আন্দোলনকেও সমর্থন করেছেন তিনি। তবে বিরোধী রাজনৈতিক দলগুলির প্রতিবাদ-আন্দোলনকে কটাক্ষ করেন কুণাল।

আরও পড়ুন: আরজি করে কী কালচার চলত আমি জানি, কিন্তু এখন থেকে একটা জিনিস চলবে: সুপার ডক্টর সপ্তর্ষি চট্টোপাধ্যায়

আরজি কর নিয়ে দীর্ঘ বার্তায় কুণাল লিখেছেন, ‘‘নাগরিকদের মিছিল, জুনিয়র ডাক্তারদের মূল দাবি আমিও সকলের মতো সমর্থন করি। বিচার চাই।’’ কুণালের এই বক্তব্যের প্রেক্ষিতে রাজ্য বিজেপির মুখ্য মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলছেন, তৃণমূল নেতার কয়েকটি কথায় তাঁর সমর্থন রয়েছে। কিন্তু কুণাল তাঁর প্রশ্নের জবাব যথাযথ ভাবে পেতে পারেন এক জনের কাছেই। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আবীর ঘোষাল