শ্রেয়াকে সাধুবাদ কুণালের

Kunal Ghosh: ‘শ্রেয়া শুধু বাংলা নয়, গোটা বিশ্বের নারী সুরক্ষার কথা বলেছেন…’ সঙ্গীতশিল্পীর সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন কুণাল

কলকাতা: আরজি কর কাণ্ড নিয়ে ইতিমধ্যেই নিজের শো বাতিল করার ঘোষণা করেছেন শ্রেয়া ঘোষাল। এবার তা নিয়ে মুখ খুললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

শ্রেয়া ঘোষালের বার্তাকে সাধুবাদ জানিয়েছেন কুণাল। নারী সুরক্ষা নিয়ে শ্রেয়ার কথার প্রেক্ষিতে তিনি বলেন, “শ্রেয়া ঘোষালের তরফে যে ঘোষণা দেখেছি তা বাস্তবসম্মত এবং সে বিষয়ে সহমত পোষণ করছি৷ আর জি কর নিয়ে আমরাও শাস্তির দাবি করছি৷ শ্রেয়া ঘোষাল কিন্তু আগেও দেশ ও বিদেশের জন্যেও উদ্বেগ প্রকাশ করেছেন। নারী সুরক্ষা যে শুধু বাংলার বিষয় নয়৷ সেটা তিনি স্পষ্ট করেছেন। এই ঘোষণা ও অনুভবকে সাধুবাদ জানাচ্ছি৷ তিনি প্রার্থনা করেছেন গোটা বিশ্বের জন্য।”

আরও পড়ুন: মাঝ আকাশে হঠাৎ ইঞ্জিন বিকল, ১৫০ যাত্রী নিয়ে বিপদে বিমান! কলকাতায় জরুরি অবতরণ

আগামী ১৪ তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সন্ধ্যে ছ’টায় সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষালের লাইভ শো ছিল। একটি বেসরকারি এফ এম এর উদ্যোগে দিল্লির পর কলকাতায় এই লাইভ শো হওয়ার কথা ছিল। কিন্তু আরজি করের এই মর্মান্তিক ঘটনা নারী হিসেবে শ্রেয়া ঘোষালকে ভীষণভাবে নাড়া দিয়েছে বলে জানিয়েছেন এই খাতনামা শিল্পী। তিনি মনে করেন এই সময় জাস্টিস চাওয়ার আনন্দ অনুষ্ঠানের নয়। তাই তিনি ১৪ তারিখের শো বাতিল করেছেন। তবে আগামী অক্টোবর মাসে নেতাজি ইন্ডোরে এই শো অনুষ্ঠিত হবে। তারিখ একমাস আগে জানিয়ে দেওয়া হবে। শ্রেয়া নিজেও সোশ্যাল মিডিয়াতে এই খবর পোস্ট করেছেন এবং তার অনুরাগীদের একটু ধৈর্য ধরতে বলেছেন। পরবর্তী সময়ে জন্য।

উদ্যোক্তাদের তরফ থেকে জানানো হয়েছে শো এর দিন পরিবর্তন হয়ে অক্টোবর মাসে শ্রেয়ার শো অনুষ্ঠিত হবে। যারা ইতিমধ্যেই টিকিট সংগ্রহ করেছেন সেই টিকিট ভ্যালিড থাকবে। প্রচুর টিকিট বিক্রি হয়েছে। কেউ যদি মনে করেন টিকিট ফেরত দেবেন। সেক্ষেত্রেও টাকা re-imbursement এর ব্যবস্থা রয়েছে। আর জি করের মর্মান্তিক ঘটনায় কলকাতায় শো পিছিয়ে দেন শ্রেয়া ঘোষাল।

পাশাপাশি নবান্ন অভিযানকে কটাক্ষ করে কুণাল এও বলেন, ‘২০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এক পুলিশের চোখ নষ্ট হয়েছে। আরও একাধিক পুলিশ আহত হয়েছেন। এই কাণ্ডের যাঁরা ডাক দিয়েছিলেন, তাঁদের জামিন দেওয়া হয়েছে। এরপর বিনা অনুমতিতে, সোশ্যাল মিডিয়ায় ডাক দিয়ে কিছু হলে তার দায় হাইকোর্ট নেবে তো? বিচারপতি চাকরি ছেড়ে বিজেপিতে যাচ্ছে। বুঝতে পারছেন কি হচ্ছে? ‘

প্রসঙ্গত, নবান্ন অভিযানে অশান্তির পরের দিন গত ২৮ অগাস্ট সায়ন লাহিড়িকে গ্রেফতার করে পুলিশ৷ ষড়যন্ত্র সহ একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়৷ যদিও গতকালই সায়ন লাহিড়িকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷ আজ বেলা দুটোর মধ্যে সায়ন লাহিড়ির মুক্তি নির্দেশ দেয় শীর্ষ আদালত৷ হাইকোর্টের নির্দেশ মতোই এ দিন সায়নের মুক্তির নির্দেশ জারি করে ব্যাঙ্কশাল আদালত৷