Laapataa Ladies in the race for Oscars behind big movies know the reason

Laapataa Ladies: বড় বড় সিনেমাকে পিছনে ফেলে কেন অস্কারের দৌড়ে লাপতা লেডিজ? কারণ জানলে থ’ হয়ে যাবেন যে কেউ

মন কেড়েছে সবার। তার চেয়েও বেশি করে তৈরি করেছে বিতর্ক। শুরু থেকেই নিন্দুকরা এই ছবির নেপথ্যে আমির খানের ভূমিকা নিয়ে সরব। পরিচালক কিরণ রাও যে বিখ্যাত বলিউড তারকার প্রাক্তন স্ত্রী, সেই সুবিধের জায়গাটুকু চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন তাঁরা সুযোগ পেলেই।
মন কেড়েছে সবার। তার চেয়েও বেশি করে তৈরি করেছে বিতর্ক। শুরু থেকেই নিন্দুকরা এই ছবির নেপথ্যে আমির খানের ভূমিকা নিয়ে সরব। পরিচালক কিরণ রাও যে বিখ্যাত বলিউড তারকার প্রাক্তন স্ত্রী, সেই সুবিধের জায়গাটুকু চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন তাঁরা সুযোগ পেলেই।
এবার যখন ছবি অস্কার ২০২৫-এর নমিনেশন লিস্টে দেশের আনুষ্ঠানিক এন্ট্রি হিসেবে নাম তুলল, বিতর্ক বাড়ল বই কমল না। অনেকেই বলছেন সোশ্যাল মিডিয়ায় ন্যায়বিচার হয়নি। তা যদি হত, তাহলে পায়েল কাপাডিয়ার অল উই ইমাজিন অ্যাজ লাইট ছিটকে যেত না। তাহলে কি ছবির অস্কারের দৌড়ে জায়গা করার নেপথ্যেও হাত রয়েছে প্রভাবশালী প্রাক্তন স্বামীর?
এবার যখন ছবি অস্কার ২০২৫-এর নমিনেশন লিস্টে দেশের আনুষ্ঠানিক এন্ট্রি হিসেবে নাম তুলল, বিতর্ক বাড়ল বই কমল না। অনেকেই বলছেন সোশ্যাল মিডিয়ায় ন্যায়বিচার হয়নি। তা যদি হত, তাহলে পায়েল কাপাডিয়ার অল উই ইমাজিন অ্যাজ লাইট ছিটকে যেত না। তাহলে কি ছবির অস্কারের দৌড়ে জায়গা করার নেপথ্যেও হাত রয়েছে প্রভাবশালী প্রাক্তন স্বামীর?
যে ১২ সদস্যের জুরি বোর্ড লাপতা লেডিজকে এগিয়ে দিয়েছেন ২৯টি ভারতীয় ছবির মধ্যে, তার অন্যতম অসমের চলচ্চিত্র পরিচালক জহ্নু বড়ুয়া এবার এই নিয়ে মুখ খুলেছেন। সাফ বলছেন তিনি এখানে কোনও প্রভাবের প্রশ্নই নেই। ৭-৮ দিন ধরে তাঁরা সমানে ছবি দেখে গিয়েছেন।
যে ১২ সদস্যের জুরি বোর্ড লাপতা লেডিজকে এগিয়ে দিয়েছেন ২৯টি ভারতীয় ছবির মধ্যে, তার অন্যতম অসমের চলচ্চিত্র পরিচালক জহ্নু বড়ুয়া এবার এই নিয়ে মুখ খুলেছেন। সাফ বলছেন তিনি এখানে কোনও প্রভাবের প্রশ্নই নেই। ৭-৮ দিন ধরে তাঁরা সমানে ছবি দেখে গিয়েছেন।
প্রত্যেকটি ছবি বিশ্লেষণ করেছেন, দিয়েছেন প্রত্যেকে নিজের মতামত। কেউ কারও মতকে খর্ব বা প্রভাবিত করার প্রচেষ্টা করেননি। অবশেষে, সর্বসম্মতিক্রমে জিতেছে কিরণ রাওয়ের লাপতা লেডিজ।
প্রত্যেকটি ছবি বিশ্লেষণ করেছেন, দিয়েছেন প্রত্যেকে নিজের মতামত। কেউ কারও মতকে খর্ব বা প্রভাবিত করার প্রচেষ্টা করেননি। অবশেষে, সর্বসম্মতিক্রমে জিতেছে কিরণ রাওয়ের লাপতা লেডিজ।
কেন, সেটাও ব্যাখ্যা করেছেন বড়ুয়া। তিনি বলেছেন, অস্কারে যখন যাচ্ছে, তখন সেই ছবির মধ্যে ভারতীয় সমাজ এবং সংস্কৃতির পরশ থাকা বাধ্যতামূলক, যা লাপতা লেডিজ-এ খুব বেশি করেই রয়েছে। একমাত্র এই কারণেই অন্য সব ছবিকে সরিয়ে ভারতের মুখ হিসেবে নিজের জায়গা করেছে লাপতা লেডিজ।
কেন, সেটাও ব্যাখ্যা করেছেন বড়ুয়া। তিনি বলেছেন, অস্কারে যখন যাচ্ছে, তখন সেই ছবির মধ্যে ভারতীয় সমাজ এবং সংস্কৃতির পরশ থাকা বাধ্যতামূলক, যা লাপতা লেডিজ-এ খুব বেশি করেই রয়েছে। একমাত্র এই কারণেই অন্য সব ছবিকে সরিয়ে ভারতের মুখ হিসেবে নিজের জায়গা করেছে লাপতা লেডিজ।
অকাট্য যুক্তি, সন্দেহ নেই। তার পরেও প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। জানতে চাইছে জনতা- মাত্র ২৯টি ছবি থেকে বেছে নেওয়া কি বড্ড কম নয়?
অকাট্য যুক্তি, সন্দেহ নেই। তার পরেও প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। জানতে চাইছে জনতা- মাত্র ২৯টি ছবি থেকে বেছে নেওয়া কি বড্ড কম নয়?
"কেন না, এটাই একমাত্র পথ। যে সব ভারতীয় ছবি তৈরি হয়েছে, তার মধ্যে থেকে বেছে নিতে হলে একটা সুষ্ঠু পদ্ধতি তো থাকতে হবে। আমাদের সেরা ছবি বাছতে হবে", মনে করিয়ে দিয়েছেন বড়ুয়া।
“কেন না, এটাই একমাত্র পথ। যে সব ভারতীয় ছবি তৈরি হয়েছে, তার মধ্যে থেকে বেছে নিতে হলে একটা সুষ্ঠু পদ্ধতি তো থাকতে হবে। আমাদের সেরা ছবি বাছতে হবে”, মনে করিয়ে দিয়েছেন বড়ুয়া।