আগামী ৭ অক্টোবরের মধ্যে হাজিরার নির্দেশ দিল্লি আদালতের। picture courtesy- PTI

Lalu Prasad Yadav: ফের বিপাকে লালুপ্রসাদ, আর্থিক অনিয়মের অভিযোগে সমন আদালতের! ডাক তেজস্বীকেও

নয়াদিল্লি: জমি ও টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার মামলায় বুধবার দিল্লি আদালতের পক্ষ থেকে সমন করা হল প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব, তাঁর পুত্র তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব- সহ একাধিক ব্যক্তিকে।
দিল্লি আদালতের বিশেষ বিচারপতি বিশাল গগনের এজলাসে অভিযুক্তদের আগামী ৭ অক্টোবরের আগে এসে উপস্থিত হওয়ার কথা জানানো হয়েছে। দিল্লি আদালতের মহামান্য বিচারপতি অভিযুক্তদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পাওয়ার পরেই এই নির্দেশ জারি করেছেন।

আরও পড়ুন: ফুলশয্যার রাত শেষেই ভাঙল সব মোহ,শাশুড়ি জানালেন তাঁর ছেলের ‘এই’ গুণের কথা, তারপর
ইতিমধ্যেই ইনফোর্সমেন্ট ডিরেকরটরেট(ইডি) গত ৬ অগাস্ট চূড়ান্ত রিপোর্ট জমা করেছে। কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের এফআইআর-এরের উপর ভিত্তি করেই কেস ফাইল করে ইডিও। এরপরেই বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা লালুপ্রসাদ-সহ একাধিক হেভিওয়েট নেতাকে সমন পাঠাল দিল্লি আদালত।

আরও পড়ুন: কেরলে ফের হানা মাঙ্কিপক্সের? মালাপুরমে হাসপাতালে ভর্তি এক যুবক, পরীক্ষার জন্য
লালুপ্রসাদ রেলমন্ত্রী থাকাকালীন ২০০৪ থেকে ২০০৯ সালে দুর্নীতির অভিযোগ ওঠে। রেলের পশ্চিম-মধ্য শাখার মধ্যপ্রদেশের জব্বলপুরে রেলকর্মীদের জমি ও টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে আরজেডি সুপ্রিমো এবং তাঁর পরিজনদের বিরুদ্ধে। এরপরেই ঘটনার তদন্তে নামে কেন্দ্রীয় সংস্থা ইডি। সাপ্লিমেন্টারি চার্জশিট জমা হওয়ার পরেই এবার সমন পাঠাল দিল্লি আদালত।