liver

Liver HealthCare Tips: মদের থেকেও ক্ষতিকারক, আপনার বাড়িতে মজুত থাকা এই ৬ খাবারেই অকেজো হচ্ছে লিভার, হতে পারে সিরোসিস-ও

ইদানীং ঘরে ঘরে লিভারের রোগে আক্রান্তের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। কারণ? অনিয়ন্ত্রিত জীবনযাপন, ভুল খাওয়াদাওয়া। নিজের অজান্তেই প্রায় রোজ-ই এমন কিছু খাবার খেয়ে যাচ্ছেন, যাতে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে লিভার। কাজেই, লিভারের ক্ষতি এড়াতে এই খাবারগুলি আজ-ই বাদ দিন–
ইদানীং ঘরে ঘরে লিভারের রোগে আক্রান্তের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। কারণ? অনিয়ন্ত্রিত জীবনযাপন, ভুল খাওয়াদাওয়া। নিজের অজান্তেই প্রায় রোজ-ই এমন কিছু খাবার খেয়ে যাচ্ছেন, যাতে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে লিভার। কাজেই, লিভারের ক্ষতি এড়াতে এই খাবারগুলি আজ-ই বাদ দিন–
লিভারের জন্য অত্যন্ত ক্ষতিকারক চিনি। চিনিযুক্ত খাবার যেমন, মিষ্টি, ক্যান্ডি, চকোলেট, কেক-পেস্ট্রি, ডোনাট ঘনঘন খেলে লিভারের সমস্যা দেখা দেবেই।
লিভারের জন্য অত্যন্ত ক্ষতিকারক চিনি। চিনিযুক্ত খাবার যেমন, মিষ্টি, ক্যান্ডি, চকোলেট, কেক-পেস্ট্রি, ডোনাট ঘনঘন খেলে লিভারের সমস্যা দেখা দেবেই।
লিভারের জন্য খুবই ক্ষতিকারক হল ময়দা। ময়দার রুটি, পাউরুটি, লুচি, পরোটা কিংবা রোল, চাউমিন যত কম খাবেন, তত-ই ভাল।
লিভারের জন্য খুবই ক্ষতিকারক হল ময়দা। ময়দার রুটি, পাউরুটি, লুচি, পরোটা কিংবা রোল, চাউমিন যত কম খাবেন, তত-ই ভাল।
রেড মিট যেমন পাঁঠার মাংস লিভারের জন্য খুব খারাপ। নিয়মিত রেড-মিট খেলে ফ্যাটি লিভার হতে পারে।
রেড মিট যেমন পাঁঠার মাংস লিভারের জন্য খুব খারাপ। নিয়মিত রেড-মিট খেলে ফ্যাটি লিভার হতে পারে।
মাফিন, কেক, পেস্ট্রি, কুকির মতো বেক করা খাবার লিভারের জন্য ভাল নয়। একইরকম খারাপ মাখন মাখানো পাউরুটি।
মাফিন, কেক, পেস্ট্রি, কুকির মতো বেক করা খাবার লিভারের জন্য ভাল নয়। একইরকম খারাপ মাখন মাখানো পাউরুটি।
তেল-মশলাদার খাবার, চপ-কাটলেটের মত জাঙ্ক ফুড-এ প্রচুর পরিমাণে ফ্যাট থাকে। নিয়মিত এ ধরনের খাবার খেলে ফ্যাটি লিভার-সহ আরও নানা ধরনের লিভারের রোগ বাসা বাঁধে শরীরে।
তেল-মশলাদার খাবার, চপ-কাটলেটের মত জাঙ্ক ফুড-এ প্রচুর পরিমাণে ফ্যাট থাকে। নিয়মিত এ ধরনের খাবার খেলে ফ্যাটি লিভার-সহ আরও নানা ধরনের লিভারের রোগ বাসা বাঁধে শরীরে।
অতিরিক্ত সোডাযুক্ত পানীয়, নরম পানীয় বা সফট ড্রিংক লিভারের অসুখ ডেকে আনে।
অতিরিক্ত সোডাযুক্ত পানীয়, নরম পানীয় বা সফট ড্রিংক লিভারের অসুখ ডেকে আনে।