সুস্বাদু পঙ্গপাল ভাজা! ভিডিও রেসিপি দিয়ে পঙ্গপাল থেকে বাঁচতে পরামর্শ নেটিজেনদের

বেশ কয়েক দিন ধরেই চর্চার কেন্দ্রে পঙ্গপাল৷ সর্বনাশা এই পতঙ্গ ঝাঁকে ঝাঁকে ঢুকছে ভারতে৷ ফসল খাচ্ছে৷ বিশেষ করে আক্রান্ত উত্তর ভারতের রাজ্যগুলি৷ এক এক দলে প্রায় ১ কোটি করে পঙ্গপাল ঢুকছে৷

এ হেন পরিস্থিতিতে পঙ্গপাল নিয়ন্ত্রণে নানা ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র৷ কেন্দ্রীয় কৃষি মন্ত্রী জানিয়েছেন, ব্রিটেন থেকে ১৫টি স্প্রেয়ার আনা হচ্ছে পঙ্গপাল নিধনের জন্য৷ ড্রোন, হেলিকপ্টার থেকে স্প্রে করা হবে পঙ্গপাল মারতে৷

চুপ করে বসে নেই নেটিজেনরাও৷ ইন্টারনেটে তারাও নানা উপায় বলছে পঙ্গপাল থেকে মুক্তি পেতে৷ তার মধ্যে সবচেয়ে হিট টপিক পঙ্গপাল ভাজা৷ বিশ্বের অনেক মানুষই পতঙ্গ ভাজা খেতে পছন্দ করেন৷ তার মধ্যে পঙ্গপাল সবচেয়ে প্রিয়৷ ভারতেও কিছু জনজাতি পঙ্গপাল ভাজা খেতে পছন্দ করেন৷