ভোট প্রচারে দেবশ্রী

ভূকৈলাস মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচারে দেবশ্রী চৌধুরী, তৃণমূলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ

কলকাতা: ভূকৈলাস মন্দিরে পুজো দিয়ে দেওয়াল লিখনের মাধ্যমে খিদিরপুর এলাকায় প্রচার করবেন দঃ কলকাতা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধূরী।  শুক্রবার ঢাকুরিয়া কাণ্ডের পর তাঁর প্রচার কর্মসূচীকে ঘিরে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে মন্দির চত্বরে।

সাউথ পোর্ট থানার ওসি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার সহ নির্বাচন কমিশনের তরফে ডিভিশনাল কর্মীরা হাজির মন্দির চত্বরে। কলকাতা দক্ষিণের বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরীর গুরুতর অভিযোগ করলেন। বললেন, নির্বাচন কমিশনের আধিকারিক সেজে তৃণমূল কর্মীরা জায়গায় জায়গায় গেরুয়া শিবিরের কর্মীদের হেনস্থা করছে।

আরও পড়ুন – Job Vacancy: দুর্দান্ত চাকরির অফার, ২৬০০০০ টাকার মাইনে! পরীক্ষা ছাড়াই সিলেকশন, ফটাফট করুন না হলে হাতছাড়া হবে এই চাকরি

তাঁর মারাত্মক অভিযোগ ‘‘পুলিশের মধ্যে এবং রাজ্য প্রশাসনের মধ্যে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী এবং গুন্ডারা ঢুকে বিভিন্ন বৈঠক বা সভা থেকে বেরোও শিবিরের কর্মীদের তুলে নিয়ে যাচ্ছে। মারধর করছে। গতকালের ঘটনা সেটা সম্পূর্ণ সঠিক প্রমাণিত হয়েছে। যে নিজেকে নির্বাচন কমিশনের আধিকারিক বলে পরিচয় দিয়ে গতকাল এসেছিলেন, তিনি আদতে তৃণমূলেরই এক কর্মী। আমি নিশ্চিত।’’

তিনি বলেন, ‘‘গলায় পরিচয় পত্র ঝুলিয়ে এসেছিল নির্বাচন আধিকারিক হিসেবে। কিন্তু আদতে সে তৃণমূল কর্মী। এভাবেই বিভিন্ন জায়গায় সরকারি আধিকারিক বা কর্মী সেজে তৃণমূল কর্মীরা হেনস্থা করছে গেরুয়া শিবিরের কর্মীদের।’’

আমার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের। পুলিশের দায়িত্ব। পশ্চিমবঙ্গ সরকার যদি নিরাপত্তা না দিতে পারে তাহলে তাদেরই ব্যর্থতা। আমার দলের কর্মীরা আমার নিরাপত্তার ব্যবস্থা করে।

Rounak Dutta Chowdhary