দেশ জুড়ে প্রথম দফার ভোট

Lok Sabha Election Phase 1 Voting: সকাল ৯’টা পর্যন্ত ভোটের হরে এগিয়ে বাংলা! ভোট পড়ল ১৫% শতাংশ! তামিলনাড়ুতে তারকাখচিত ভোট পর্ব

কলকাতা: দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ১০২টি আসনে ভোটপর্ব এখনও পর্যন্ত আপাত শান্তিপূর্ণ। এ বার মোট সাত দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম দফায় পশ্চিমবঙ্গের তিনটি কেন্দ্রে ভোট। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে আজ চলছে ভোট। ভোটদানের সকাল ৯টা পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী শতাংশের হারে গোটা দেশে এগিয়ে রয়েছে বাংলা। অন্যদিকে তামিলনাড়ু থেকে অসমে প্রথম দফার ভোটে হেভিওয়েটেড ও তারকাদের ছড়াছড়ি উপস্থিতি সকাল থেকেই চোখে পড়ার মতো।

লোকসভার প্রথম ধাপে ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি আসনে ভোট শুরু হয়েছে। আসনের দিক থেকে এটিই সবচেয়ে বড় পর্ব। ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আঁটসাঁট করা হয়েছে নিরাপত্তা। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি বিভিন্ন কেন্দ্রে ভোটে রাজ্য পুলিশের উপরেও আস্থা রেখেছে নির্বাচন কমিশন। এর পর আবার ভোট আগামী ২৬ এপ্রিল।

আরও পড়ুন: ফুঁসছে ঘূর্ণাবর্ত…! বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি, দমকা হাওয়া কাঁপাবে ১৬ রাজ্য! কী হবে বাংলায়? IMD দিয়ে দিল বিরাট আপডেট

নির্বাচন কমিশনের ভোটার টার্নআউট অ্যাপ অনুসারে, সকাল ৯টা পর্যন্ত বাংলায় সর্বোচ্চ ভোট পড়েছে। এখানে ১৫.০৯% ভোট পড়েছে। সবচেয়ে কম ভোট হয়েছে অরুণাচল প্রদেশে রাজ্যে, যেখানে ৪.৯৫% ভোট পড়েছে। প্রথম তিন ঘণ্টায় মোটের উপর আপাত শান্তিপূর্ণ ভোট চিত্র। তবে অপ্রীতিকর ঘটনার খবর এসেছে বাংলার কোচবিহার থেকে। বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে পাথর ছোড়াছুড়ির খবর পাওয়া গিয়েছে।

বাংলা ছাড়াও বিহারের চারটি আসন, উত্তরাখণ্ড এবং মহারাষ্ট্রের ছ’টি আসন, উত্তরপ্রদেশের আটটি আসন, রাজস্থানের ১২টি আসন, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়ের দু’টি করে আসন, ছত্তীসগঢ়, মিজ়োরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, উত্তরাখণ্ড, আন্দামান ও নিকোবর, জম্মু ও কাশ্মীর, লক্ষদ্বীপ এবং পুদুচেরির একটি করে আসনে ভোটগ্রহণ হচ্ছে আজ। সবচেয়ে বেশি ভোটগ্রহণ হচ্ছে তামিলনাড়ুতে। সেখানে আজ ৩৯টি আসনে ভোট চলছে। উল্লেখ্য, মণিপুরে মোট দু’টি লোকসভা আসন। ইনার মণিপুর এবং আউটার মণিপুর। তবে নির্বাচন কমিশন আউটার মণিপুরকে ভাগ করে দু’দফায় ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ তা-ই আউটার মণিপুরের একাংশে ভোটগ্রহণ হচ্ছে। বাকি অংশে ভোটগ্রহণ হবে ২৬ এপ্রিল।