নির্বাচন কমিশন

Lok Sabha Elections 2024: অভিষেকের হেলিকপ্টার তল্লাশি বিতর্কের জের, রাজ্যের হেলিপ্যাড নিয়ে এবার বড় নির্দেশ কমিশনের

কলকাতা: হেলিকপ্টার তল্লাশি বিতর্কের জের। এবার রাজ্যের হেলিপ্যাডগুলির জন্য নতুন করে নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। প্রত্যেকটি হেলিপ্যাডে তল্লাশির ব্যবস্থা রাখতে হবে।তল্লাশির পরিকাঠামো রাখতে হবে প্রত্যেকটি হেলিপ্যাডে। নির্বাচন কমিশনের নির্দেশের নতুন করে বিজ্ঞপ্তি জারি করেছে প্রশাসন।

রাজ্যের পরিবহন দফতরের স্পেশাল সেক্রেটারি তথা ফ্লাইং ট্রেনিং ইনস্টিটিউটের ডিরেক্টর এবং স্টেট সিভিল অ্যাভিয়েশন এর নোডাল অফিসার এই নির্দেশ পাঠিয়েছেন বিভিন্ন জেলার জেলাশাসকদের। নির্দেশে বলা হয়েছে প্রত্যেকটি হেলিপেডে লোকসভা নির্বাচন চলাকালীন এই ফ্রিস্কিং এবং চেকিংয়ের পর্যাপ্ত পরিকাঠামো রাখতে হবে। শুধু তাই নয় গত ১৪ই এপ্রিল বেহালা ফ্লাইং ক্লাবে ফ্রিসকিং ও চেকিংয়ের কোনও পরিকাঠামো ছিল না বলেও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে।

কমিশন সূত্রে খবর গত ১৫ই এপ্রিল অর্থাৎ  সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্যের স্টেট সিভিল এভিয়েশনের স্টেট নোডাল অফিসারকে যে চিঠি পাঠিয়েছেন সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে ১৪ এপ্রিল বেহালা ফ্লাইং ফ্লাবি পর্যাপ্ত পরিকাঠামো ছিল না তল্লাশি র।

লোকসভা নির্বাচনের জন্য ইনকাম ট্যাক্সের নোডাল অফিসার এই চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কে দেওয়ার পরেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্য পরিবহন দপ্তরের নোডাল অফিসার কে চিঠি দিয়েছে বলেই কমিশন সূত্রে খবর। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর তরফে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে বেহালা ফ্লায়িং ক্লাবে পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে frisking ও চেকিংয়ের জন্য।

গত ১৪ ই এপ্রিল অর্থাৎ রবিবার বেহালা ফ্লাইং ক্লাবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে তল্লাশি নিয়ে বিতর্ক হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই এক্স হ্যান্ডেল এ পোস্ট করে অভিযোগ করেন ইনকাম ট্যাক্সের অফিসাররা তার হেলিকপ্টারে তল্লাশি করেছেন। হেলিকপ্টারের তল্লাশি নিয়ে সরব হয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার খোদ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর থেকেই শুধুমাত্র বেহালা ফ্লাইং ক্লাব নয়, প্রত্যেকটি হেলিপ্যাডেই প্রয়োজনীয় তল্লাশীর ব্যবস্থার নির্দেশ দিল লোকসভা নির্বাচন চলাকালীন। যা নিয়ে নতুন করে রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয়েছে বলেই রাজনৈতিক মহল এর মত।

সোমরাজ বন্দ্যোপাধ্যায়