Lok Sabha Election 2024: রাজ্য পুলিশের তথ্যে আস্থা নয়…! লোকসভা ভোটে কেন্দ্রীয় বাহিনীর গোয়েন্দাদের সক্রিয় হওয়ার নির্দেশ কমিশনের

কলকাতা: “কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল অভিযোগ করেছে। আগামী লোকসভা নির্বাচনে এটা বরদাস্ত করা হবে না।” বিএসএফ-সহ সমস্ত কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে কথা বলে এমনটাই জানাল নির্বাচন কমিশন। পঞ্চায়েত নির্বাচনের অভিজ্ঞতাও শুনতে চাইল কমিশন। কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ‘ইন্টালিজেন্স’ বাড়ানোর কথাও জানিয়েছে কমিশন। এমনটাই কমিশন সূত্রে খবর।

ভোটের মুখে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় বাহিনীর গোয়েন্দাদের সক্রিয় হওয়ার কথা বলে কমিশনের পক্ষ থেকে বলা হয় বাহিনীর নিজস্ব নেটওয়ার্ক কাজে লাগাতে হবে। রাজ্যের পুলিশ ও অফিসারদের তথ্যে ভরসা না করে নিজেদের ‘ইন্টেলিজেন্স ইনপুট’ আরও শক্তিশালী করার পরামর্শ দিয়েছে কমিশন।