তামিলনাড়ুর সীমান্তের সেই স্টেশন

Longest rail station name: ভারতের সবথেকে বড় নামের স্টেশনের নাম জানেন? কোন রাজ্যে অবস্থিত? জানলে অবাক হবেন!

নয়াদিল্লি: ট্রেনে করে ঘোরার অভিজ্ঞতা আমাদের সবারই। শহর থেকে গ্রামের বুক চিরে ট্রেনে করে নানান জায়গায় ঘোরার অভিজ্ঞতা সুখস্মৃতি বয়ে আনে।

ধনী হোক বা গরিব এই রেলওয়ে বহুমানুষের ক্ষেত্রেই লাইফলাইন হিসাবে কাজ করে। ট্রেনে করে যাওয়ার সময় আমরা অনেক স্টেশন পেরিয়েই যাই। কিছু স্টেশন বড়, কিছু স্টেশন ছোট।

অনেক স্টেশনের আবার নামও বড়ই অদ্ভুত হয়, কিছু স্টেশনের নাম আবার হয় ছোট্ট। কিন্তু, ভারতেই এমন একটা রেলওয়ে স্টেশন রয়েছে যার নাম আপনি হয়ত শোনেন নি। কিংবা হয়ত মনেও রাখতেও পারবেন না। গোটা স্টেশনের নামে মোট ২৮টি অক্ষর রয়েছে। জানা যাক এই স্টেশনের ব্যাপারে।

স্টেশনের নাম হল ‘ভেঙ্কাটানরসিমারাজুভারিপেটা’ রেলওয়ে স্টেশন কিংবা ভি এন রাজুভারিপেটা রেলওয়ে স্টেশন (স্টেশনের কোড ভিকেজেড)। এই রেলওয়ে স্টেশনটি অবস্থিত অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর সীমান্ত অঞ্চলে। এটি দক্ষিণ রেলওয়ের রেনিগুনটা-আরাকোনাম অংশে অবস্থিত।

আরও পড়ুন: ডেটিং অ্যাপে প্রতারণা, রেস্তরাঁর বিলের পরিমাণ ৬১ হাজার, না দিতে পারলে মারধর
এছাড়াও দ্বিতীয় সবথেকে বড় নামের স্টেশন হল চেন্নাই সেন্ট্রালের। ২০১৯ সালে এই স্টেশনের নাম বদলে রাখা হয় ডাঃ এম জি রামাচন্দ্রন সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এআইএডিএমকে প্রতিষ্ঠাতা এম জি রামাছন্দ্রনের নামে এই স্টেশনের নাম পরিবর্তন করা হয়। গোটা পৃথিবীতে সবথেকে বড় নামের স্টেশন অবস্থিত ওয়েলসে। ওই স্টেশনে অক্ষর সংখ্যা ৫৮টি! ওয়েলসের অ্যাঙলেসলি দ্বীপে অবস্থিত।