Longest Grahan: ৫০ বছর পরে ফের সুদীর্ঘ সূর্যগ্রহণ! সমস্ত হিসাব বদলে দেবে, ৮ এপ্রিল কী হবে আপনার?

সূর্য, চাঁদ যখন পৃথিবী একটি সরলরেখায় থাকে এবং চাঁদ কিছু সময়ের জন্য সম্পূর্ণরূপে সূর্যের আলোকে ঢাকা থাকে, পৃথিবীতে পৌঁছাতে দেয় না, তখন চন্দ্রগ্রহণ হয়। সেই সময় পৃথিবীতে সূর্যের আলো পৌঁছায় না এবং অন্ধকার হয়, একে সূর্যগ্রহণ বলে।
সূর্য, চাঁদ যখন পৃথিবী একটি সরলরেখায় থাকে এবং চাঁদ কিছু সময়ের জন্য সম্পূর্ণরূপে সূর্যের আলোকে ঢাকা থাকে, পৃথিবীতে পৌঁছাতে দেয় না, তখন চন্দ্রগ্রহণ হয়। সেই সময় পৃথিবীতে সূর্যের আলো পৌঁছায় না এবং অন্ধকার হয়, একে সূর্যগ্রহণ বলে।
৮ এপ্রিল হবে দীর্ঘ সময়ের সূর্যগ্রহণ। গত ৫০ বছরের মধ্যে এটাই হবে দীর্ঘতম সূর্যগ্রহণ। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ২০২৪ সালের প্রথম সূর্যগ্রহণটি প্রায় সাড়ে ৭ মিনিট স্থায়ী হবে। এতক্ষণ থাকবে অন্ধকার৷ এর পরে, ২১৫০ সালে হবে দীর্ঘ সূর্যগ্রহণ।
৮ এপ্রিল হবে দীর্ঘ সময়ের সূর্যগ্রহণ। গত ৫০ বছরের মধ্যে এটাই হবে দীর্ঘতম সূর্যগ্রহণ। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ২০২৪ সালের প্রথম সূর্যগ্রহণটি প্রায় সাড়ে ৭ মিনিট স্থায়ী হবে। এতক্ষণ থাকবে অন্ধকার৷ এর পরে, ২১৫০ সালে হবে দীর্ঘ সূর্যগ্রহণ।
২টা ১৫ মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে এবং চলবে দুপুর ২টা ২৫ মিনিট পর্যন্ত।
২টা ১৫ মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে এবং চলবে দুপুর ২টা ২৫ মিনিট পর্যন্ত।
৮ এপ্রিল পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে মেক্সিকো, আমেরিকা, কানাডা, মন্টানা, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটাতে। তবে এই সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না।
৮ এপ্রিল পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে মেক্সিকো, আমেরিকা, কানাডা, মন্টানা, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটাতে। তবে এই সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না।
পুরনো রীতিতে সূর্যগ্রহণকে ভাল মনে করা হয় না। গ্রহণের সময় পুজো, যজ্ঞ, খাওয়া, মদ্যপান ও শুভকাজ নিষিদ্ধ থাকে। এছাড়াও, গর্ভবতী মহিলাদের সূর্যগ্রহণ দেখতে নিষেধ করা হয়েছে। Disclamer: এই মতামত News18বাংলার নিজস্ব মত নয়৷ প্রচলিত ধারণার ভিত্তিতেই এই প্রতিবেদন৷ সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷
পুরনো রীতিতে সূর্যগ্রহণকে ভাল মনে করা হয় না। গ্রহণের সময় পুজো, যজ্ঞ, খাওয়া, মদ্যপান ও শুভকাজ নিষিদ্ধ থাকে। এছাড়াও, গর্ভবতী মহিলাদের সূর্যগ্রহণ দেখতে নিষেধ করা হয়েছে।
Disclamer: এই মতামত News18বাংলার নিজস্ব মত নয়৷ প্রচলিত ধারণার ভিত্তিতেই এই প্রতিবেদন৷ সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷