সিরিজ জিতলেও অনেক উন্নতি প্রয়োজন দলে! ভুল খুঁজলেন অধিনায়ক রোহিত

#হায়দারাবাদ: অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয় তার কাছে স্বস্তির। বিশেষ করে ব্যাট হাতে নিজে ফাইনালে বড় রান না পাওয়া সত্ত্বেও যেভাবে বাকি ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়েছেন তাতে প্রশংসা করার ভাষা খুজে পাচ্ছেন না রোহিত শর্মা। মানছেন রাহুল আউট হয়ে যাওয়ার পর তার আরো কিছুক্ষণ থাকা উচিত ছিল। কিন্তু রান তোলার গতি কমে গিয়েছিল বলে তাকে মারতেই হত।

সিরিজে প্রত্যাবর্তন করে ভারতের এই জয়ের পরেও খুশি নন অধিনায়ক রোহিত শর্মা। তিনি মনে করেন, ভারতীয় দলের অনেক জায়গায় উন্নতি প্রয়োজন। রোহিত বলেন, ব্যাটে, বলে এক এক দিন এক এক জন দারুণ খেলছে। এটা খুবই ইতিবাচক দিক। দলের অধিনায়ক হিসাবে এটা সাজঘরে বসে দেখা খুবই স্বস্তির।

তবে এরই সঙ্গে আশঙ্কা প্রকাশ করে তিনি যোগ করেছেন, অনেক জায়গায় উন্নতি প্রয়োজন। বিশেষ করে ডেথ বোলিংয়ে। হর্ষল এবং বুমরাহ অনেক দিন পর মাঠে নেমেছে। অস্ট্রেলিয়ার মিডল অর্ডার খুব শক্তিশালী, ওদের বল করাও খুব কঠিন। যদিও সে দিকে তাকাতে রাজি নই। টি-টোয়েন্টি ক্রিকেটে ভুল করার জায়গা খুব কম থাকে।

আমরা সুযোগ কাজে লাগাতে পেরেছি। সাহসী ক্রিকেট খেলেছি। রোহিত মনে করেন আসল হচ্ছে জিতে ফেরা। যেটা তারা করতে সক্ষম হয়েছেন। এবার সামনে দক্ষিণ আফ্রিকা। ওই সিরিজেও প্রাধান্য নিয়ে খেলতে চায় ভারত। হার্দিক এবং ভুবনেশ্বর থাকবেন না। শামি, দীপক চাহার দলে ফিরবেন।

ঘুরিয়ে ফিরিয়ে সকলকে দেখে নিতে চায় টিম ম্যানেজমেন্ট। রোহিত মনে করেন অস্ট্রেলিয়ায় রওনা হওয়ার আগে পুরো দলের ক্রিকেটাররা একটা ছাতার তলায় চলে আসবেন। অধিনায়ক হিসেবে দলের লড়াকু মানসিকতা সবচেয়ে আনন্দ দিয়েছে তাকে।