মহাশিবরাত্রিতে বেলপাতার সঙ্গে ভুলেও নিবেদন করবেন না 'এই' পাতা, শিব রুষ্ট হলেই ঘোর অমঙ্গল, হতে পারে সর্বনাশ!

Mahashivaratri 2024: মহাশিবরাত্রিতে বেলপাতার সঙ্গে ভুলেও নিবেদন করবেন না ‘এই’ পাতা, শিব রুষ্ট হলেই ঘোর অমঙ্গল, হতে পারে মহাসঙ্কট!

চলতি বছর ২০২৪ সালে, মহাশিবরাত্রির দিনে, সর্বার্থ সিদ্ধি সহ একগুচ্ছ শুভ যোগ তৈরি হতে চলেছে। ৮ মার্চ মহাশিবরাত্রিতে ঘটতে চলেছে ৪টি শুভ কাকতালীয় ঘটনা৷ এই তিথিতে রুদ্রাভিষেক করলে ভগবান শিব শীঘ্রই প্রসন্ন হবেন।
চলতি বছর ২০২৪ সালে, মহাশিবরাত্রির দিনে, সর্বার্থ সিদ্ধি সহ একগুচ্ছ শুভ যোগ তৈরি হতে চলেছে। ৮ মার্চ মহাশিবরাত্রিতে ঘটতে চলেছে ৪টি শুভ কাকতালীয় ঘটনা৷ এই তিথিতে রুদ্রাভিষেক করলে ভগবান শিব শীঘ্রই প্রসন্ন হবেন।
হিন্দু পঞ্জিকা অনুসারে, ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উৎসব পালন করা হয়৷ । শিব ভক্তরা মহাশিবরাত্রির উৎসবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন ।
হিন্দু পঞ্জিকা অনুসারে, ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উৎসব পালন করা হয়৷ । শিব ভক্তরা মহাশিবরাত্রির উৎসবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন ।
রাত পোহালেই মহাশিবরাত্রি৷ অনেক শিবরাত্রির উপোস রাখেন৷ তবে শাস্ত্র মতে, এমন অনেক জিনিস রয়েছে, যা কখনওই ভোলেবাবাকে নিবেদন করা উচিত নয়৷ এতে যেমন পুজোকর পূর্ণতা হবে না তেমনই ভোলেবাবা রুষ্ট হলেই চরম সঙ্কটে পড়বেন৷
রাত পোহালেই মহাশিবরাত্রি৷ অনেক শিবরাত্রির উপোস রাখেন৷ তবে শাস্ত্র মতে, এমন অনেক জিনিস রয়েছে, যা কখনওই ভোলেবাবাকে নিবেদন করা উচিত নয়৷ এতে যেমন পুজোকর পূর্ণতা হবে না তেমনই ভোলেবাবা রুষ্ট হলেই চরম সঙ্কটে পড়বেন৷
উত্তরাখণ্ডের ঋষিকেশে অবস্থিত সোমেশ্বর মহাদেব মন্দিরের মহন্ত রামেশ্বর গিরি বলেছেন, মহাশিবরাত্রিতে পূজার সময় ভগবান শিবকে অনেক কিছু নিবেদন করা হয়। ভোলেনাথকে তুষ্ট করার জন্য ভক্তরা দুধ, দই, ঘি, মধু, বেলপাতা, ধুতুরা, আকন্দ, কাজু, রজনীগন্ধা, ফুল এবং আরও অনেক কিছু নিবেদন করেন। এতে করে ভগবান শিব খুশি হন এবং তাঁর ভক্তদের আশীর্বাদ করেন।
উত্তরাখণ্ডের ঋষিকেশে অবস্থিত সোমেশ্বর মহাদেব মন্দিরের মহন্ত রামেশ্বর গিরি বলেছেন, মহাশিবরাত্রিতে পূজার সময় ভগবান শিবকে অনেক কিছু নিবেদন করা হয়। ভোলেনাথকে তুষ্ট করার জন্য ভক্তরা দুধ, দই, ঘি, মধু, বেলপাতা, ধুতুরা, আকন্দ, কাজু, রজনীগন্ধা, ফুল এবং আরও অনেক কিছু নিবেদন করেন। এতে করে ভগবান শিব খুশি হন এবং তাঁর ভক্তদের আশীর্বাদ করেন।
তবে জানেন কি, ভোলেনাথকে কখনওই তুলসী পাতা নিবেদন করা উচিত নয়। তুলসী পাতা নিবেদন করলে ভগবান শিব রুষ্ট  হন৷ আর তিনি একবার নষ্ট হলেই ঘোর অমঙ্গল নেমে আসবে জীবনে৷  বেলপাতার সঙ্গে ভুল করেও তুলসী পাতা নিবেদন করবেন না মহাদেবকে৷
তবে জানেন কি, ভোলেনাথকে কখনওই তুলসী পাতা নিবেদন করা উচিত নয়। তুলসী পাতা নিবেদন করলে ভগবান শিব রুষ্ট হন৷ আর তিনি একবার নষ্ট হলেই ঘোর অমঙ্গল নেমে আসবে জীবনে৷ বেলপাতার সঙ্গে ভুল করেও তুলসী পাতা নিবেদন করবেন না মহাদেবকে৷