এই উপায়ে ছোট ঘরকে সাজিয়ে করে তুলুন বড়

ঘর ছোট! তাতে কী! ‘এই’ উপায়ে সাজালেই দেখলে মনে হবে অনেক বড়

ঘর যা সকলের নিজ নিজ শান্তির জায়গা। সেজন্য ঘরকে সুন্দরভাবে সাজানোর ইচ্ছে সকলেরই থাকে।
ঘর  সকলের নিজ নিজ শান্তির জায়গা। সেজন্য ঘরকে সুন্দরভাবে সাজানোর ইচ্ছে সকলেরই থাকে।
জায়গা স্বল্পতার কারণে ঘর ছোট হলে, ঘরের সাইজ বড় না করা গেলেও কিছু উপায়ে ঘরটিকে প্রশস্ত দেখানো যায়। তেমনই কিছু উপায় জানুন।
জায়গার স্বল্পতার কারণে অনেকেই মনের মতো করে সাজাতে পারেন না। তবে কিছু উপায়ে ঘরটিকে বড় দেখানো যায়। তেমনই কিছু উপায় জানুন।
ঘরের দেওয়ালে উজ্জ্বল রঙ-এর ব্যবহার করুন। উজ্জ্বল রঙ ব্যবহার করলে ঘর প্রশস্ত মনে হয়। পাশাপাশি এমন ধরণের রঙ পজিটিভ পরিবেশ তৈরিতে সাহায্য করে যা মনকে প্রফুল্ল রাখে।
ঘরের দেওয়ালে উজ্জ্বল রঙ-এর ব্যবহার করুন। উজ্জ্বল রঙ ব্যবহার করলে ঘর প্রশস্ত মনে হয়। পাশাপাশি এমন ধরণের রঙ পজিটিভ পরিবেশ তৈরিতে সাহায্য করে যা মনকে প্রফুল্ল রাখে।
দেওয়াল সাজানোয় ছোট বড় আয়না ব্যবহার করতে পারেন। আয়না ব্যবহারে ঘরে আলোর আনাগোনা সহজে হয় যার ফলে ঘর উজ্জ্বল ও বড় দেখায়।
দেওয়াল সাজানোয় ছোট বড় আয়না ব্যবহার করতে পারেন। আয়না ব্যবহারে ঘরে আলোর আনাগোনা সহজে হয় যার ফলে ঘর উজ্জ্বল ও বড় দেখায়।
ছোট ঘরে প্রয়োজন ছাড়া বেশি ওয়াল হ্যাংগিং ব্যবহার করবেন না। অনেকেই বিভিন্ন সোপিস, ফটো ফ্রেম দিয়ে দেওয়াল ভরিয়ে ফেলেন। এর ফলে ঘর বদ্ধ ও অগোছালো মনে হয়।
ছোট ঘরে প্রয়োজন ছাড়া বেশি ওয়াল হ্যাংগিং ব্যবহার করবেন না। অনেকেই বিভিন্ন সো-পিস, ফটো ফ্রেম দিয়ে দেওয়াল ভরিয়ে ফেলেন। এর ফলে ঘর বদ্ধ ও অগোছালো মনে হয়।