দিল্লি পুলিশের হেফাজতে আসাদুল্লা বিশ্বাস

Police: দিল্লির পানশালায় ঢুকেছিলেন মদের ফোয়ারা ছোটাতে, মুহূর্তে পুলিশের জালে ‘মোস্ট ওয়ান্টেড’! ঠিক যেন সিনেমা…

মালদহ: পানশালায় ঢুকেই পুলিশের ফাঁদে! এবার রাজধানীর বুকে জাল নোট পাচার করতে গিয়ে গ্রেফতার কালিয়াচকের ‘ত্রাস’ আসাদুল্লা বিশ্বাস।দীর্ঘদিন ধরেই পুলিশের খাতায় ফেরার ছিল জালনোট পাচার চক্রের মূল কিংপিং। শুধু তাই নয়, ২০১৮ সালে কালিয়াচক থানা পোড়ানোর মামলায় মূল অভিযুক্ত আসাদুল্লা বিশ্বাস বছর তিনেক জেল হেফাজতে কাটিয়ে জামিন পেয়ে ফের স্বমূর্তি ধারণ করেন বলে অভিযোগ।

সম্প্রতি ১৮ অগাষ্ট কালিয়াচকের এক যুবককে খুনের ঘটনায় এক নম্বর আসামী তিনি। খুনে অভিযুক্ত তার এক ছেলে জেল হেফাজতে রয়েছে। এবার ঝাড়খণ্ড হয়ে দিল্লিতে জালনোট পাচার করতে গিয়ে সেই রাজ্যের পুলিশের জালে ধরা পড়লেন মোস্ট ওয়ান্টেড আসাদুল্লা।

আরও পড়ুনঃ কফি অর্ডার দেওয়ার সময় কনফিউশন? কোন কফি কীভাবে বানায়? জানুন নাম, বানানোর প্রকারভেদ

পুলিশ সূত্রে খবর, দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (সেন্ট্রাল) এম. হর্ষবর্ধনের নেতৃত্বে একটি বিশেষ টিম হানা দেয় দিল্লির একটি পানশালায়। সেখানেই পুলিশের জালে ধরা পড়েন মালদহের মোস্ট ওয়ান্টেড আসাদুল্লা বিশ্বাস। রাজধানীতে জালনোট পাচারের উদ্দেশ্যেই আসে অভিযুক্ত।

আরও পড়ুনঃ পাহাড়ের কোলে অজানা এই গ্রাম! চোখের সামনে মহানন্দার জঙ্গল! পুজোর ছুটিতে ঘুরে আসুন

এ দিকে মালদহ জেলা পুলিশ দীর্ঘদিন ধরেই তার খোঁজ করছে। দিল্লি পুলিশের টিম দিল্লির ওই পানশালা থেকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে জালনোট পাচার-সহ একাধিক মামলা রয়েছে। মালদহের জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, অভিযুক্তের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দিল্লি পুলিশ গ্রেফতার করেছে। অভিযুক্তকে পুলিশি হেফাজতে নিয়ে মালদহে নিয়ে আসা হবে।

হরষিত সিংহ