কলকাতা: স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের অপসারণ নিয়ে ফের কড়া অবস্থানই নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন নবান্নের বৈঠকে স্বাস্থ্য সচিবের অপসারণের দাবিতে ফের একবার সরব হন জুনিয়র চিকিৎসকরা৷ এমন কি, স্বাস্থ্য সচিব দুর্নীতিতে জড়িত, এই অভিযোগের সমর্থনে বেশ কিছু নথিও নিয়ে যান তাঁরা৷
যদিও স্বাস্থ্য সচিবের অপসারণের প্রসঙ্গ উঠতেই কড়া মনোভাবই প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ ফের একবার তিনি জানিয়ে দেন, অভিযোগ করলেই কারও বিরুদ্ধে পদক্ষেপ করা যায় না৷ শুধু তাই নয়, ‘কঠোর ভাবেই জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য সচিব মুখ্যসচিবের অধীনে কাজ করেন৷ তোমাদের অধীনে নয়৷’
আরও পড়ুন: ৩৯ দিন পর সেই নবান্নতেই বৈঠক, শুরুতেই চমকে দিলেন মমতা! দাবি ছাড়াই যা ‘মেনে’ নিলেন…
প্রসঙ্গত এ দিনের বৈঠকে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম নিজেও উপস্থিত ছিলেন৷ স্বাস্থ্য সচিবের সামনেই তাঁর অপসারণের দাবি তোলেন জুনিয়র চিকিৎসকরা৷ যা ফের একবার খারিজ করে দেন মুখ্যমন্ত্রী৷
জুনিয়র চিকিৎসকরা আরজি কর কাণ্ডের প্রতিবাদে যে দশ দফা দাবি তুলেছেন, তার মধ্যে অন্যতম প্রধান দাবি ছিল স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের অপসারণ৷ যদিও কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ পুলিশ এবং স্বাস্থ্য দফতরের অন্য শীর্ষ কর্তাদের সরাতে রাজি হলেও স্বাস্থ্য সচিবের প্রশ্নে প্রথম থেকেই অনড় থেকেছেন মুখ্যমন্ত্রী৷ এমন কি, অন্যান্য দাবিগুলিও নীতিগত ভাবে মেনেও নিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তবে স্বাস্থ্য সচিবের অপসারণের প্রশ্নে কোনও আপোস করতে রাজি হননি তিনি৷ গত শনিবার মুখ্যসচিবের ফোন ধর্মতলায় অনশনকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলার সময়ও স্বাস্থ্য সচিবের অপসারণের দাবি খারিজ করে দেন মুখ্যমন্ত্রী৷