Mamata Banerjee junior doctors meeting: ‘দু ঘণ্টা অপেক্ষা করছি, এই অসম্মান কেন?’ জট কাটাতে বিকল্প প্রস্তাব দিলেন মমতা

কলকাতা: দীর্ঘক্ষণ ধরে বাড়ির দরজায় অপেক্ষার পর কালীঘাটের বৈঠক শুরু করতে নিজেই উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে এসে অপেক্ষারত জুনিয়র চিকিৎসকরদের উদ্দেশ্যে তিনি বলেন, বৈঠকের ভিডিও করা না হলেও তিনি বৈঠকে আলোচ্য বিষয়ের মিনিটস আন্দোলনকারীদের হাতে দিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন৷

একই সঙ্গে কিছুটা অসন্তুষ্ট হয়েই তিনি জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, ‘তোমাদের সব দাবি আমি মানতে পারব না৷ আজকে তোমরাই বৈঠকের জন্য সময় চেয়েছিলে৷ তোমরা ছোট, আমি বড়৷ তার পরেও এই অসম্মান কেন? আমাকে অনেক অসম্মান করছ তোমরা৷ আমি আন্দোলন করা লোক৷ তাই তোমাদের কাছে আমি ছুটে গিয়েছিলাম৷’

মুখ্যমন্ত্রী জুনিয়র চিকিৎসকদের আরও বলেন, ‘আজকে তোমরা যে চিঠি দিয়েছিলে তাতে সরাসরি সম্প্রচারের কথা তোমরা বলোনি৷ আমাদের চিঠিতেও ছিল না৷ সুপ্রিম কোর্টে মামলা চলছে৷ আমরা পুরোটা রেকর্ড করে রাখব৷ তোমাদের এই রেকর্ডিং আমরা দিয়ে দেব৷ আমরাও এখন এই ভিডিও ব্যবহার করব না শুধু কোর্টের কেসটা একটু মিটে যাক৷ আজকের বৈঠকের মিনিটস তোমাদের দিয়ে দিচ্ছি৷ আমার উপরে ভরসা রাখতে পারো৷ তোমাদের মিসলিড করব না৷’

আরও পড়ুন: পদত্যাগের আগে শেষ চিঠিতে মমতাকে কী লিখেছিলেন, ফাঁস করলেন জহর সরকার

তাৎপর্যপূর্ণ ভাবে জুনিয়র চিকিৎসকদের মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘তোমাদের কারা কারা এর মধ্যে আছো আমি জানি না৷ শুধু বলব, রাজনীতি ভুলে যাও৷’ জুনিয়র চিকিৎসকদের মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, এর আগেও দু দিন তিনি তাঁদের জন্য অপেক্ষা করেছেন৷

জুনিয়র চিকিৎসকদের নিজের প্রস্তাব দিয়ে বাড়ির ভিতরে ঢুকে যান মুখ্যমন্ত্রী৷ যদিও জুনিয়র চিকিৎসকরা তাঁর আবেদনে সাড়়া দেননি৷ ফের নিজেদের মধ্যে বৈঠক শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা৷