তবে সাপ সম্পর্কে কীভাবে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা পৌঁছে দেওয়া যায়, এতে প্রশাসনের ভূমিকা কতটুকু? সেই নিয়ে উঠেছে প্রশ্ন।

Man bites snake: সাপ কামড়াতেই পাল্টা তিন কামড় বসিয়ে দিলেন শ্রমিক! বিহারে আজব কাণ্ড, বাঁচল কে?

পটনা: সাপ কামড়ানোর পর আতঙ্কেই দিশেহারা হয়ে যান অনেকে৷ কী করবেন ভেবে না পেয়ে আতঙ্কেই অনেক সময় মৃত্যুও হয়৷ কিন্তু বিহারের রাজৌলিতে যে ঘটনা ঘটেছে, তা শুনে তাজ্জব সবাই৷

জানা গিয়েছে, রাজৌলিতে রেল প্রকল্পে কর্মরত এক শ্রমিককে কামড়ে দেয় একটি বিষধর সাপ৷ পাল্টা ওই সাপটিকেই তিন তিন বার কামড়ে দেন ওই শ্রমিক৷ যার জেরে মৃত্যু হয় সাপটির৷ সাপের কামড়ে আক্রান্ত ওই শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷

আরও পড়ুন: টানা ৯ ঘণ্টা কাজ, অবসাদে ‘আত্মহত্যা’ করল রোবট! চাপের কাছে হার মানল যন্ত্রও?

আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা সন্তোষ লোহার নামে ওই শ্রমিক রাজৌলিতে রেল লাইন বসানোর কাজের সঙ্গে যুক্ত ছিলেন৷ মঙ্গলবার রাতে ক্যাম্পে ঘুমনোর সময় আচমকা একটি সাপ এসে সন্তোষকে কামড়ে দেয়৷

ঘুম ভেঙে উঠে সাপটিকে সামনে দেখেই সেটির উপরে রাগ দিয়ে পড়ে সন্তোষের৷ একটি লোহার রড দিয়ে সাপটিকে ধরে রেখে তিন তিনবার প্রবল আক্রোশে সেটিকে কামড়ে দেন সন্তোষ৷ পরিণতিতে সাপটির মৃত্যু হয়৷
কেন তিনি এমন আজব কাণ্ড ঘটালেন জানতে চাইলে সন্তোষ বলেন, আমাদের গ্রামে বিশ্বাস করা হয় সাপে কামড়ালে পাল্টা সেটিকে দু বার কামড়ে দিলে বিষে বিষক্ষয় হয়৷

এই ঘটনার পরই সন্তোষকে কাছের হাসপাতালে নিয়ে ভর্তি করেন রেলের আধিকারিকরা৷ তবে সন্তোষের কীর্তি সামনে আসার পর তাঁকে দেখতে অনেকেই হাসপাতালে ভিড় জমিয়েছেন৷ স্থানীয় বাসিন্দাদের অনেকে অবশ্য দাবি করেছেন, সাপটি হয়তো বিষধর না হওয়াতেই প্রাণে বেঁচেছেন সন্তোষ৷