Hyderabad News: মাঝ রাস্তায় দাউদাউ করে জ্বলছে বিলাসবহুল গাড়ি! মুহুর্তেই কোটি টাকা জলে! কী ভাবে

হায়দরাবাদ: রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা হলুদ রঙের বিলাসবহুল দামি স্পোর্টস কার জ্বলছে দাউদাউ করে। যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে গাড়িটিতে! প্রথম দর্শনে হয়তো মনে হবে যে, এটা কোনও অ্যাকশন ফিল্মের দৃশ্য! তবে আদতে এটা কোনও ছবির দৃশ্য নয়। বরং বাস্তবেই ঘটেছে এই ঘটনা। আর এই ঘটনার ভিডিও দেখে রীতিমতো চমকে গিয়েছেন দেশবাসী! বিবাদের জেরে কোটি টাকার ওই ল্যাম্বরঘিনি স্পোর্টস কারে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক ব্যবসায়ীর বিরুদ্ধে।

হায়দরাবাদের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে যে, অভিযুক্ত আসলে গাড়ি রিসেলিংয়ের সঙ্গে যুক্ত। গাড়ির মালিকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ার কারণেই অভিযুক্ত এই কাণ্ড ঘটিয়েছেন বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।

আর এই গোটা ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। যা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে যে, ২০০৯ মডেলের হলুদ রঙের গাড়িটি মাঝ রাস্তায় দাউ দাউ করে জ্বলছে। আর দামি স্পোর্টস কারটির এহেন পরিণতি দেখে পথচলতি মানুষ ফিরে ফিরে তাকাচ্ছেন সেদিকে।

আরও পড়ুন: কবচে আরও সুরক্ষিত উত্তর-পূর্ব সীমান্ত রেল! কী কী পদক্ষেপ করা হয়েছে

আরও পড়ুন: ‘সিসিটিভি ফুটেজ আমরা দেব!’ কপ্টার তল্লাশি নিয়ে বড় দাবি করলেন অভিষেক

পুলিশ সূত্রে খবর, বিলাসবহুল ওই স্পোর্টস কারটির মূল্য প্রায় ১ কোটি টাকা। গত ১৩ এপ্রিল হায়দরাবাদের পাহাড়ি শরিফ এলাকায় এই ঘটনা ঘটেছে। আসলে গাড়িটির মালিক সেটিকে বিক্রি করতে চাইছিলেন। এর জন্য একজন ক্রেতার সন্ধান করার জন্য বন্ধুদের জানিয়েছিলেন। এদিকে ঘটনার প্রধান সন্দেহভাজন আবার গাড়ির মালিকের বন্ধুদের পরিচিত। তিনিই ওই গাড়িটিকে আনার কথা বলেছিলেন।

এরপর গত ১৩ এপ্রিল সন্ধ্যাবেলায় হায়দরাবাদের উপকণ্ঠে মামিডিপাল্লি রোডে ল্যাম্বরঘিনিটি এনেছিলেন মালিক। অভিযোগ, কয়েকজনের সঙ্গে মিলে অভিযুক্ত পেট্রোল ছড়িয়ে গাড়িটিকে আগুন ধরিয়ে দেন। অভিযুক্তের আবার দাবি, ল্যাম্বরঘিনির মালিকের কাছ থেকে টাকা পেতেন তিনি।

যিনি গাড়িটি নিয়ে গিয়েছিলেন, তাঁর অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৪৩৫ ধারায় (ক্ষতি করার উদ্দেশ্যে আগুন বা বিস্ফোরক পদার্থ দ্বারা অনিষ্ট) একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে যে, তদন্তের পরেই সম্পূর্ণ তথ্য হাতে আসবে।