Manish Sisodia: আবগারি কাণ্ডে টানা ১৭ মাস বন্দি! অবশেষে তিহাড় জেলের বাইরে পা রাখলেন মণীশ সিসোদিয়া

নয়াদিল্লি: ১৭ মাস টানা জেল৷ অবশেষে কারাদশা থেকে মুক্তি পেয়ে তিহাড় জেলের বাইরে পা রাখলেন আম আদমি পার্টির নেতা তথা দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া৷ দিল্লি আবগারি কাণ্ডে তাঁকে গ্রেফতার করা হয়েছিল তাঁকে৷

শুক্রবার সকালেই মিলেছিল সুখবর৷ সোমবার সকালে আবগারি দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পান দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সেকেন্ড ইন কম্যান্ড মণীশ সিসোদিয়া৷ জামিন মঞ্জুর করার আগে শর্ত দেওয়া হয়, প্রতি সোমবার তদন্তকারী অফিসারের কাছে রিপোর্ট করতে হবে দিল্লির উপমুখ্যমন্ত্রীকে। পাসপোর্টও জমা রাখতে হবে সিসোদিয়াকে। একইসঙ্গে প্রত্যক্ষদর্শীদের প্রভাবিত করার চেষ্টা করা যাবে না।

আরও পড়ুন: গলায়, ঠোঁটে আঘাতের চিহ্ন, চাদরে রক্তের দাগ! আর জি কর কাণ্ডে ভয়াবহ তথ্য সামনে

এদিন বিকেলে সিসোদিয়া দিল্লির তিহাড় জেলের বাইরে পা রাখা মাত্রই উচ্ছ্বাসে ফেটে পড়েন আপ সমর্থকেরা৷ হাওয়ায় উড়তে থাকে আম আদমি পার্টির দলীয় পতাকা৷ মণীশ সিসোদিয়ার পাশে তখন দাঁড়িয়ে দলের নেত্রী অতিসি মারলেনা এবং নেতা সঞ্জয় সিং৷

মুখে চওড়া হাসি। জেল থেকে বেরিয়ে সামনে থাকা সমর্থকদের উদ্দেশ্য সিসোদিয়া বলেন, ‘‘ঈশ্বরের কৃপায় এবং আপানদের ভালবাসার জন্যই আমি আজকে বেরিয়ে আসতে পেরেছি৷ স্বৈরাচারীরা আমাদের জেলে ভরতেই পারেস কিন্তু বাবাসাহেব অম্বেদকরের সংবিধান আমাদের ঠিক বাঁচিয়ে দেবে৷’’

সিসোদিয়ার মন্তব্য, ‘‘সকালে যখন থেকে অর্ডারটা এসেছে, তখন থেকে আমার ত্বকের প্রত্যেকটা ইঞ্চি বাবাসাহের কাছে ঋণী হয়ে গেছে৷ আমি জানি না এই ঋণ আমি বাবাসাহেবকে (অম্বেদকর) কী ভাবে শোধ করব৷’’

আরও পড়ুন: মৃত ছাত্রীর বাবার সঙ্গে ফোনে কথা মমতার! নিরাপত্তা কোথায়? আর জি কর-কাণ্ডে কর্ম বিরতির ডাক জুনিয়র ডাক্তারদে

সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ শর্তসাপেক্ষে এই জামিন মঞ্জুর করে। প্রসঙ্গত, প্রায় ১৮ মাস কারবন্দি থাকার পরে মুক্তি পেতে চলেছেন সিসোদিয়া। ধৃত প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এক জন ‘প্রভাবশালী ব্যক্তি’ এবং তাঁর বিরুদ্ধে দিল্লির আবগারি দুর্নীতি মামলার বিভিন্ন তথ্যপ্রমাণ ধ্বংসের অভিযোগ উঠেছে ইতিমধ্যে। গত ২১ মে এই যুক্তি দেখিয়ে আবগারি দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলায় তাঁর জামিনের আবেদন খারিজ করেছিল দিল্লি হাইকোর্ট। অবশেষে জেলমুক্ত সিসোদিয়া।