Manoj Verma new Police commissioner of Kolkata: কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ ভার্মা, বিনীত গোয়েলকে কোন দায়িত্ব দিল নবান্ন?

কলকাতা: কলকাতার নতুন পুলিশ কমিশনার হচ্ছেন মনোজ ভার্মা৷ তিনি বর্তমানে রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা৷ কলকাতার বিদায়ী নগরপাল বিনীত গোয়েলকে এডিজি (এসটিএফ) পদে পাঠাল রাজ্য সরকার৷ আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে গতকালই বিনীত গোয়েলকে নগরপালের পদ থেকে সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর আগে এডিজি এসটিএফ পদেই কর্মরত ছিলেন বিনীত গোয়েল৷

১৯৯৮ ব্যাচের আইপিএস অফিসার মনোজ ভার্মাকে অতীতে অশান্ত বিভিন্ন এলাকার দায়িত্ব দিয়ে পাঠিয়েছে রাজ্য সরকার৷ অতীতে মাওবাদী দমনে জঙ্গলমহলে বড় ভূমিকা নিয়েছিলেন মনোজ কুমার ভার্মা৷ মাওবাদীরা সক্রিয় থাকার সময়ই পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের দায়িত্ব সামলেছেন তিনি৷ মাওবাদী নেতা কিষেনজির এনকাউন্টারের সময়ও কাউন্টার ইনসার্জেন্সি ফোর্সের দায়িত্ব সামলেছেন মনোজ কুমার ভার্মা৷ আবার অশান্ত ব্যারাকপুরকে ঠান্ডা করতেও তাঁকে ব্যারাকপুরের পুলিশ কমিশনার করেছিল রাজ্য সরকার৷

আরও পড়ুন: ‘সিবিআই-এর স্ট্যাটাস রিপোর্ট দেখে আমরা বিচলিত!’ শুনানির মাঝেই মন্তব্য প্রধান বিচারপতির

এর পাশাপাশি ডিসি নর্থ-এর দায়িত্ব দেওয়া হয়েছে দীপক সরকারকে৷ গতকালই ডিসি নর্থের পদ থেকে অভিষেক গুপ্তকে সরিয়ে দেওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ অভিষেক গুপ্তাকে ইএফআর-এর সেকেন্ড ব্যাটেলিয়নের কম্যান্ড্যান্টের পদ দেওয়া হয়েছে৷ যা তুলনামূলক ভাবে গুরুত্বহীন পদ হিসেবেই পুলিশ মহলে পরিচিত৷ এডিজি আইনশৃঙ্খলার দায়িত্ব দেওয়া হয়েছে জাভেদ শামিমকে৷ জ্ঞানবন্ত সিংকে এডিজি (আইবি)-র দায়িত্ব দেওয়া হয়েছে৷

গতকালই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, শুধু নগরপাল পদে বিনীত গোয়েলের বদলি নয়, কলকাতা পুলিশেও একাধিক রদবদল করা হবে৷ মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বিনীত গোয়েল যে পদে কাজ করতে চেয়েছেন, সেই দায়িত্বই তাঁকে দেওয়া হবে৷