Price Hike: সবজির বাজারে আগুন দাম… কেলেঙ্কারি! আলু, পেঁয়াজের দাম শুনলে পিলে চমকে যাবে

কলকাতা: পুজোর আগে অগ্নিমূল্য আনাজ বাজার। বন্যার কারণ দেখিয়ে নেওয়া হচ্ছে বেশি দাম, যার কারণেই খুচরো বাজারে অগ্নিমূল্য। পাইকারি বাজারে সে অর্থে সবজির দাম না বাড়লেও খুচরো বাজারে যেভাবে পারছে দাম হাঁকাচ্ছে কিছু ব্যবসায়ী, এমনই অভিযোগ টাস্ক ফোর্সের।

মানিকতলা বাজারে আজকের মূল্য

জ্যোতি আলু- ৩০ -৩৫
চন্দ্রমুখী আলু -৩৫-৪০
পেঁয়াজ- ৬০/ ৭০
আদা- ২০
রসুন- ৩৫০ -৪০০

টম্যোটো- ৬০- ৮০
পটল- ৬০- ১০০
লাউ- ৩০-৪0টাকা পিস,
বাঁধাকপি- ৪০- ৬০ পিস
ফুলকপি ৩০- ৫০ পিস,
বেগুন- ৮০- ১২০
ঢেঁড়স- ৫০- ৮০
ঝিঙে- ৬০- ৮০
উচ্ছে- ৬০-৮০
বরবটি- ৮০-১০০

এমনিতে দুর্গাপুজো কিংবা লক্ষ্মীপুজোর সময়ে বাজারে দাম বেশি থাকে। তবে সর্বাধিক প্রয়োজনীয় আলু কিংবা পেঁয়াজের দাম বাড়ায় মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ।