ইতিমধ্যেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ক্যাটরিনা কাইফ এবং বিজয় সেতুপতি অভিনীত ‘মেরি ক্রিসমাস’। শুক্রবার ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবির প্রথম রিভিউ প্রকাশ করেছেন। এই ছবিটিকে একেবারে দর্শকদের মনোযোগ আটকে রাখার মতো থ্রিলার বলে অভিহিত করেছেন তিনি।

Merry Christmas Movie Review: কেমন হল সদ্য মুক্তিপ্রাপ্ত ‘মেরি ক্রিসমাস’? কামাল করতে পারল ক্যাটরিনা কাইফ-বিজয় সেতুপতির জুটি?

ইতিমধ্যেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ক্যাটরিনা কাইফ এবং বিজয় সেতুপতি অভিনীত ‘মেরি ক্রিসমাস’। শুক্রবার ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবির প্রথম রিভিউ প্রকাশ করেছেন। এই ছবিটিকে একেবারে দর্শকদের মনোযোগ আটকে রাখার মতো থ্রিলার বলে অভিহিত করেছেন তিনি।
ইতিমধ্যেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ক্যাটরিনা কাইফ এবং বিজয় সেতুপতি অভিনীত ‘মেরি ক্রিসমাস’। শুক্রবার ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবির প্রথম রিভিউ প্রকাশ করেছেন। এই ছবিটিকে একেবারে দর্শকদের মনোযোগ আটকে রাখার মতো থ্রিলার বলে অভিহিত করেছেন তিনি।
সেই সঙ্গে শ্রীরাম রাঘবন পরিচালিত এই ছবিতে ক্যাটরিনা কাইফের অভিনয়ের প্রশংসা করে তিনি লিখেছেন, “দুর্ধর্ষ।” এমনকী বিজয় সেতুপতির প্রশংসাতেও পঞ্চমুখ ওই ট্রেড অ্যানালিস্ট। তিনি জানান, “অভিনেতাও চমৎকার এবং দারুণ পারফরম্যান্স দিয়েছেন।”
সেই সঙ্গে শ্রীরাম রাঘবন পরিচালিত এই ছবিতে ক্যাটরিনা কাইফের অভিনয়ের প্রশংসা করে তিনি লিখেছেন, “দুর্ধর্ষ।” এমনকী বিজয় সেতুপতির প্রশংসাতেও পঞ্চমুখ ওই ট্রেড অ্যানালিস্ট। তিনি জানান, “অভিনেতাও চমৎকার এবং দারুণ পারফরম্যান্স দিয়েছেন।”
তরণ আদর্শ লিখেছেন, “একের পর এক মোচড়। প্রতিটা মুহূর্তই যেন উত্তেজনা আর টেনশনে ভরা। চোখ একেবারে আটকে থাকবে। আর শেষেও একটা মাস্টারস্ট্রোক…. পরিচালক শ্রীরাম রাঘবন সম্পূর্ণ অন্য ধারার এক গল্প উপস্থাপনা করলেন। যা সকলের মনোযোগ আঁকড়ে ধরে রাখতে সক্ষম হয়েছে এবং বিনোদনও দিয়েছে।”
তরণ আদর্শ লিখেছেন, “একের পর এক মোচড়। প্রতিটা মুহূর্তই যেন উত্তেজনা আর টেনশনে ভরা। চোখ একেবারে আটকে থাকবে। আর শেষেও একটা মাস্টারস্ট্রোক…. পরিচালক শ্রীরাম রাঘবন সম্পূর্ণ অন্য ধারার এক গল্প উপস্থাপনা করলেন। যা সকলের মনোযোগ আঁকড়ে ধরে রাখতে সক্ষম হয়েছে এবং বিনোদনও দিয়েছে।”
তিনি আরও বলেন যে, “প্রত্যেকের অভিনয় ছিল সেরা… বিজয় সেতুপতি দুর্দান্ত অভিনয় করেছেন, এক কথায় বলতে গেলে তিনি অসাধারণ… ক্যাটরিনা কাইফও দুর্ধর্ষ। তাঁর অভিনয় নিঃসন্দেহে দর্শকদের চমকে দেবে… বিনয় পাঠক এবং সঞ্জয় কাপুরও নিজ নিজ জায়গায় অসামান্য।”যদিও তরণ আদর্শের বক্তব্য, বক্স অফিসে তেমন কামাল দেখাতে পারবে না এই ছবি।
তিনি আরও বলেন যে, “প্রত্যেকের অভিনয় ছিল সেরা… বিজয় সেতুপতি দুর্দান্ত অভিনয় করেছেন, এক কথায় বলতে গেলে তিনি অসাধারণ… ক্যাটরিনা কাইফও দুর্ধর্ষ। তাঁর অভিনয় নিঃসন্দেহে দর্শকদের চমকে দেবে… বিনয় পাঠক এবং সঞ্জয় কাপুরও নিজ নিজ জায়গায় অসামান্য।”
যদিও তরণ আদর্শের বক্তব্য, বক্স অফিসে তেমন কামাল দেখাতে পারবে না এই ছবি।
সেই প্রসঙ্গে লিখেছেন, “সদ্য মুক্তি পাওয়া ‘মেরি ক্রিসমাস’-এ আরও একটু গতি আনা যেতে পারত। এমনকী খানিক কাটছাঁট করা হলে আরও ভাল প্রভাব তৈরি হতে পারত… সেই সঙ্গে এই ছবিটি পুরোপুরি মুখের শক্তিশালী কথার উপর নির্ভরশীল।”
সেই প্রসঙ্গে লিখেছেন, “সদ্য মুক্তি পাওয়া ‘মেরি ক্রিসমাস’-এ আরও একটু গতি আনা যেতে পারত। এমনকী খানিক কাটছাঁট করা হলে আরও ভাল প্রভাব তৈরি হতে পারত… সেই সঙ্গে এই ছবিটি পুরোপুরি মুখের শক্তিশালী কথার উপর নির্ভরশীল।”
‘মেরি ক্রিসমাস’ ছবিতে ক্যাটরিনা কাইফ এবং বিজয় সেতুপতির পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সঞ্জয় কাপুর, বিনয় পাঠক, প্রতিমা কান্নান, টিন্নু আনন্দ, রাধিকা শরৎকুমার, শানমুগারাজা, কেভিন জয় বাবু, রাজেশ উইলিয়ামস এবং পরী। এছাড়া ছবিতে ক্যামিও-য় দেখা যাবে অশ্বিনী কলসেকর এবং রাধিকা আপ্তেকে।
‘মেরি ক্রিসমাস’ ছবিতে ক্যাটরিনা কাইফ এবং বিজয় সেতুপতির পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সঞ্জয় কাপুর, বিনয় পাঠক, প্রতিমা কান্নান, টিন্নু আনন্দ, রাধিকা শরৎকুমার, শানমুগারাজা, কেভিন জয় বাবু, রাজেশ উইলিয়ামস এবং পরী। এছাড়া ছবিতে ক্যামিও-য় দেখা যাবে অশ্বিনী কলসেকর এবং রাধিকা আপ্তেকে।
সম্প্রতি একটি বিশেষ সাক্ষাৎকারে বিজয় এবং শ্রীরামের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন ক্যাটরিনা। তিনি বলেন, “শ্রীরাম স্যার এবং বিজয় স্যারের সঙ্গে কাজ করার জন্য আমি খুবই উচ্ছ্বসিত ছিলাম। যখন বিজয় স্যার দৃশ্যটির বিষয়ে কথা বলছিলেন, তখন সেটা আমার জন্য আকর্ষণীয় ছিল। আমার মনে হল যে, তিনি এমন একজন ব্যক্তি, যিনি বিষয়গুলিকে অনন্য ভাবে দেখেন। আবার শ্রীরাম স্যার যা-ই করুন না কেন, তাঁর একটা অনন্য দৃষ্টিভঙ্গি আছে।”
সম্প্রতি একটি বিশেষ সাক্ষাৎকারে বিজয় এবং শ্রীরামের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন ক্যাটরিনা। তিনি বলেন, “শ্রীরাম স্যার এবং বিজয় স্যারের সঙ্গে কাজ করার জন্য আমি খুবই উচ্ছ্বসিত ছিলাম। যখন বিজয় স্যার দৃশ্যটির বিষয়ে কথা বলছিলেন, তখন সেটা আমার জন্য আকর্ষণীয় ছিল। আমার মনে হল যে, তিনি এমন একজন ব্যক্তি, যিনি বিষয়গুলিকে অনন্য ভাবে দেখেন। আবার শ্রীরাম স্যার যা-ই করুন না কেন, তাঁর একটা অনন্য দৃষ্টিভঙ্গি আছে।”