চালু মেট্রো পরিষেবা

Metro rail service: মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! কবি সুভাষ থেকে শুরু হচ্ছে নতুন পরিষেবা! কবে, কখন জেনে নিন

কলকাতা: মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর। আগামী ৫ অগাস্ট থেকে মেট্রোরেল ছুটবে অরেঞ্জ লাইনে। প্রতি দিন ৭৪টি মেট্রো চালানো হবে বলে খবর। সকাল ৮টা থেকে শুরু হবে পরিষেবা।

আগে দক্ষিণেশ্বরেই শেষ ছিল এই রুটের মেট্রো পরিষেবা। এবার  অরেঞ্জ লাইনে সল্টলেকের চিংড়িহাটার সঙ্গে জুড়ে দেওয়া হবে কলকাতাকে।  এত দিন শিয়ালদা হয়ে ঘুরে যেতে হচ্ছিল যাত্রীদের। দক্ষিণ থেকে সরাসরি সংযুক্ত ছিল না এই রুট। এবার আর সমস্যা থাকবে না। যাতায়াতের সময় অনেকটাই কমবে বলে আশা।

আরও পড়ুন- বর্ষায় আর বন্যা নয়! ভারত-ভুটান যৌথ নদী কমিশনে আশা দেখছে আলিপুরদুয়ার

মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, কবি সুভাষ এবং হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশনের মধ্যে অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা বাড়তে চলেছে। ৩৭টি আপ এবং ৩৭টি ডাউন মিলিয়ে মোট ৭৪টি ট্রেন চালানো হবে প্রতি দিন। পরিষেবাগুলি পাওয়া যাবে ২০ মিনিট অন্তর। এমনকি শনিবারেও এই মেট্রো পরিষেবা পাওয়া যাবে।