অটোচালককে দেখা গিয়েছে মাইক্রোসফ্টের নাম ও লোগো সমেত একটি হুডি পরে থাকতে৷

Microsoft Engineer turns AutoRickshaw Driver: মাইক্রোসফ্টের সিনিয়র ইঞ্জিনিয়ার হয়েও অটোরিকশ চালাচ্ছেন! দুরবস্থার কারণ জানলে শিউরে উঠবেন

বেঙ্গালুরু: মাইক্রোসফ্টের সিনিয়র ইঞ্জিনিয়ারকে দেখা গেল অটো চালাতে৷ এই অভাবনীয় ঘটনা তথ্যপ্রযুক্তির শহর বলে পরিচিত বেঙ্গালুরুতে৷ এই ঘটনা দ্রুত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷ ওই অটোচালক-ইঞ্জিনিয়ারের কথা এক নেটিজেন পোস্ট করেছেন এক্স হ্যান্ডল-এ (পূর্বতন ট্যুইটার)৷

ভেঙ্কটেশ গুপ্তা পোস্ট করেছেন এক্স হ্যান্ডলে৷ তিনিও পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী৷ এক্স হ্যান্ডলে জানিয়েছেন কোরমাংলা এলাকায় তিনি অটোচালকের আসনে দেখেছেন ৩৫ বছর বয়সি এক সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারকে৷ বহুজাতিক সংস্থা মাইক্রোসফ্টের ওই কর্মী একটি অ্যাপ সংস্থায় গাড়ি চালান৷ জানিয়েছেন একাকিত্ব কাটাতেই উইকএন্ডে অটোরিকশ চালান তিনি৷

 

ওই অটোচালককে দেখা গিয়েছে মাইক্রোসফ্টের নাম ও লোগো সমেত একটি হুডি পরে থাকতে৷ ওই হুডি পরেই অটো চালাচ্ছিলেন তিনি৷ তাঁর প্রতি অনেকেই সমবেদনা জানিয়েছেন৷ অনেকে আবার চরম বিস্মিত৷ কিছু নেটিজেনের মন্তব্য, এটা চরম দুঃখজনক। অনেকে আবার দুষেছেন বেঙ্গালুরু শহরের মানসিকতা ও ভাবমূর্তিকেই। তাঁদের মতে, ওই শহরে এরকম নিঃসঙ্গতা ও একাকিত্ব খুবই স্বাভাবিক।

আরও পড়ুন : বর্ষায় ঝিঙে খান এভাবে রান্না করে! কমবে কোষ্ঠকাঠিন্য! দূরে থাকবে কনজাংটিভাইটিস! সুস্থ থাকবে হার্ট

প্রসঙ্গত তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীদের ইদানীং বেঙ্গালুরুতে প্রায়ই বাইক ট্যাক্সি এবং অটো চালাতে দেখা যাচ্ছে। বাড়তি উপার্জনের আশায় অনেকেই পার্টটাইম কাজও করছেন। এর আগে এইচসিএল সংস্থার এক কর্মীকেও বাইকট্যাক্সি চালাতে দেখা গিয়েছে। জাভা ডেভলপারের চাকরি হারিয়ে বাধ্য হয়ে তিনি বাইক ট্যাক্সি চালানোর কাজ নিয়েছিলেন।