আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে মিতালির ৭০০০ রান! মহিলাদের মধ্যে তিনিই প্রথম

#লখনউ: ঠিক দু’দিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেছিলেন মিতালি রাজ (Mithali Raj)৷ ভারতের প্রথম ও বাইশ গজের দ্বিতীয় মহিলা হিসাবে এই অনন্য নজির গড়েন তিনি৷

রবিবাসরীয় সকালে ফের এক রেকর্ডে নিজের নাম লেখালেন টিম ইন্ডিয়ার ওয়ান-ডে ক্যাপ্টেন৷ যা এর আগে কোনও মহিলা ক্রিকেটার করতে পারেননি৷ মিতালি এদিন বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ওয়ান-ডে ম্যাচে ৭০০০ রান পূরণ করলেন৷ দেশের হয়ে কেরিয়ারের ২১৩ নম্বর ওয়ান-ডে ম্যাচে মিতালি এই মাইলফলক স্পর্শ করলেন৷ মিতালিই মহিলাদের মধ্যে প্রথম ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ওয়ান-ডে ম্যাচে ৬০০০ রান করেছিলেন৷

লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ ওয়ান-ডে ম্যাচ খেলছে ভারত৷ এই ম্যাচে নামার আগে মিতালি ৭ হাজার আন্তর্জাতিক ওয়ান-ডে রান থেকে মাত্র ২৬ রান দূরে ছিলেন৷ মিতালি ৭১ বলে ঝকঝকে ৪৫ রানের ইনিংস খেলে সাত হাজারি ক্লাব খুললেন৷

৩৮ বছরের মিতালি ১৯৯৯ সালে আন্তর্জাতিক আঙিনায় পা রাখেন৷ ২২ বছরের ক্রিকেট কেরিয়ার তাঁর৷ বাইশ গজে হাতে গোনা মহিলা ক্রিকেটার আছেন, যাঁদের পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে গড় পঞ্চাশের ওপর৷ সেই তালিকায় আছেন মিতালিও৷ মিতালির ৭টি সেঞ্চুরি ও ৫৪টি অর্ধ-শতরান রয়েছে৷ ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার শার্লট এডওয়ার্ডস রয়েছেন মিতালির পরেই৷ তিনি ওয়ানডে ফর্ম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক৷ ১৯১ ম্যাচে ৫৯৯২ রান করেছিলেন৷ এই মুহূর্তে যাঁরা ব্যাট করছেন তাঁর মধ্যে মিতালির পরে নাম আসতে পারে নিউজিল্যান্ডের সুজি বেটসের৷ ১২৫টি ওয়ানডে ম্যাচে তিনি করেছেন ৪৫৪৮ রান৷

মিতালি এখনও পর্যন্ত দেশের হয়ে ১০টি টেস্ট ম্যাচ খেলেছেন৷ ৬৬৩ রান রয়েছে তাঁর ঝুলিতে৷ এমনকী ডাবল সেঞ্চুরিও (২১৪) করেছেন যোধপুরের কন্যা৷ ৮৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলা মিতালি করেছেন ২৩৬৪ রান৷